নিজে নিজেই চলবে গাড়ি। আপনাকে তুলবে এবং পথের সমস্ত নিয়ম মেনে পৌঁছে দেবে নির্দিষ্ট গন্তব্যে। এমনই ট্যাক্সি পথ চলা শুরু করল এই গ্রহে। বৃহস্পতিবার সিঙ্গাপুরে মাত্র ৩ বছর বয়সী নবীন সংস্থা নুতোনমি পরীক্ষামূলক ভাবে চালালো এই ট্যাক্সি। আপাতত ৬টি এমন গাড়ি নামিয়েছে তারা। সবগুলিই রেনল্ট ও মিতসুবিসি সংস্থার তৈরি। কিছু বাছাই করা মানুষকে বিনা পয়সায় ট্যাক্সি চড়িয়ে পরীক্ষা পর্ব শেষ করবে নুতোনমি। এই সপ্তাহের মধ্যে মার্কিন মুলুকেও পথে নামবে স্বয়ং চালিত ট্যাক্সি। প্রাথমিক ভাবে উবের অ্যাপ ব্যবহারকারীরাই সেখানে এমন ট্যাক্সিতে চড়ার সুযোগ পাবেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।