ঘরোয়া রান্নার গ্যাসের সঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের দাম ৫০ টাকা করে সিলিন্ডার প্রতি বৃদ্ধি হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে খরচ নিয়ন্ত্রণে রাখতে গ্যাস সাশ্রয়ের কিছু উপযোগী প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। নিচে পাঁচটি প্রোডাক্ট উল্লেখ করা হলো, যা গ্যাস সাশ্রয়ে সহায়ক হতে পারে। লিঙ্ক দেওয়া রইল । লিঙ্কে ক্লিক করে কেনা কাটা করতে পারেন।
গ্যাস সেভার বার্নার স্ট্যান্ড
এই স্ট্যান্ডটি গ্যাস বার্নারের উপর স্থাপন করলে আগুনের শিখাকে কেন্দ্রীভূত করে, যা গ্যাসের ব্যবহার কমায় এবং রান্নার সময় বাঁচায়। দাম ৩০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে।

এনার্জি সেভিং গ্যাস স্টোভ
এই ধরনের গ্যাস স্টোভে বিশেষ বার্নার ডিজাইন থাকে যা গ্যাসের কার্যকারিতা বাড়ায় এবং কম গ্যাসে বেশি তাপ উৎপন্ন করে। দাম ২৬৯৯ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যে।
স্টেইনলেস স্টিল প্রেসার কুকার
প্রেসার কুকারে রান্না করলে সময় ও গ্যাস দুটোই সাশ্রয় হয়। স্টেইনলেস স্টিলের কুকার তাপ ধরে রাখতে সক্ষম, যা গ্যাসের ব্যবহার কমায়। ১৫০০টাকা থেকে ৩০০০ হাজার টাকার মধ্যে। কুকারের ক্ষমতা অনুযায়ী দাম।
নন-স্টিক কুকওয়্যার সেট
নন-স্টিক পাত্রে রান্না করলে খাবার দ্রুত সেদ্ধ হয় এবং তাপ সমানভাবে বিতরণ হয়, ফলে গ্যাসের ব্যবহার কমে। ১২০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে।

ইন্ডাকশন কুকটপ
ইন্ডাকশন কুকটপে রান্না করলে গ্যাসের প্রয়োজন হয় না এবং এটি বিদ্যুৎ সাশ্রয়ীও বটে। ১৫০০ টাকা থেকে ২৫০০ টাকার মধ্যে।