গেমিং, ভিডিও এডিটিং এবং ৩ডি মডেলিংয়ের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা এসার প্রিডেটর হেলিওস নিও ১৪ (Acer Predator Helios Neo 14) গেমিং ল্যাপটপ আনল এসার (Acer)৷ এটি ইনটেল কোর আল্ট্রা ৭ (Intel Core Ultra 7) প্রসেসর দ্বারা চালিত, যা একটি পৃথক NVIDIA GeForce RTX 4050 গ্রাফিক্স যোগে করা হয়েছে।
এসার প্রিডেটর হেলিওস নিও ১৪ ল্যাপটপের দাম ১,৩৯,৯৯৯ টাকা। এসারের অনলাইন স্টোর, এসারমল (Acermall) এক্সক্লুসিভ আউটলেট এবং নির্বাচিত কিছু দোকানের পাশাপাশি ফ্লিপকার্ট এবং অ্যামাজনেও পাওয়া যাচ্ছে।
এসার প্রিডেটর হেলিওস নিও ১৪ গেমিং ল্যাপটপে রয়েছে ১৪.৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। গেমিং, ভিডিও এডিটিং এবং ৩ডি মডেলিংয়ের জন্য উপযুক্ত ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর এবং ৬ জিবি জিডিডিআর৬ ভির্যাম সহ এনভিডিয়া জিইফোর্স আরটিএক্স ৪০৫০ গ্রাফিক্স দ্বারা চালিত এই ল্যাপটপ। এতে ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম রয়েছে। ল্যাপটপে মিটিং এবং গেমপ্লের সময় নয়েজ কমানোর জন্য পিউরিফাইডভয়েস ২.০-এর মতো এআই-চালিত ফিচার রয়েছে।
এসার প্রিডেটর হেলিওস নিও ১৪ গেমিং ল্যাপটপে পঞ্চম-প্রজন্মের এরোব্লেড ৩ডি (AeroBlade 3D) ফ্যান প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে প্রিডেটরসেন্স সফ্টওয়্যারও রয়েছে, যার মাধ্যমে ফ্যানের গতি, পাওয়ার মোড এবং ওভারক্লকিংয়ের মতো পারফরম্যান্স সেটিংস অ্যাডজাস্ট করা যাবে। এছাড়াও, ল্যাপটপে ফুলএইচডি ক্যামেরাও রয়েছে
এসার প্রিডেটর হেলিওস নিও ১৪ ল্যাপটপে ওয়াই-ফাই ৬ই ও ব্লুটুথ ৫.৩ সাপোর্ট করে এবং এতে মাল্টি-ডিভাইস সংযোগ ও দ্রুত ডেটা ট্রান্সফারের জন্য থান্ডারবোল্ট ৪ পোর্ট রয়েছে। প্রিডেটর হেলিওস নিও ১৪ উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে চলে এই ল্যাপটপ।