স্বাধীনতা দিবসের আগে অ্যামাজনে শুরু হচ্ছে গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল। ৬-১০ আগস্ট পর্যন্ত এই দুর্দান্ত সেলটি চলবে।
এই আকর্ষণীয় সেলে আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন আপনার পছন্দের যে কোনও সামগ্রী। তবে কোন প্রোডাক্টের ওপরে কেমন ছাড় দিচ্ছে বরং জেনে নিন।
অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভেল পাঁচ দিনের সেলে দুর্দান্ত ছাড় থাকছে এসবিআই (SBI) ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য। যারা এস.বি.আই (SBI) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন তারা ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া এই সেল থেকে যারা পছন্দ মতো যে সামগ্রী কিনবেন তার ওপরে ব্যাপক ছাড় পাবেন। এছাড়া সেল চলাকালীন রাত ৮ টা থেকে মধ্যরাত পর্যন্ত পেয়ে যাবেন অনেক প্রোডাক্টের ওপরে আকর্ষণীয় ছাড়।
পাঁচদিন ব্যাপী এই ধামাকাদার সেলে বিভিন্ন অ্যাক্সেসারিজের ওপরে কত শতাংশ ছাড় থাকছে একবার জেনে নেওয়া যাক।
১। নামিদামী ব্রান্ডেড হেডফোন, অডিবেল স্পিকারের ওপরে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে।
২। রান্নাঘরের বিভিন্ন ইউটেন্সিল দ্রব্যের ওপরে ৬০ শতাংশ পর্য ন্ত ছাড় দিয়েছে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভেল সেলে।
৩। আর হাতেগোনা কয়েকটি দিন বাকী রয়েছে রাখীবন্ধন উৎসবের। বিভিন্ন ডিজাইনার রাখীর ওপরে ৮৩-৭৬ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে।
৪। সবজি থেকে ফলের ওপরে রয়েছে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড়।
৫। দুগ্ধজাত দ্রব্য বাটার থেকে দইয়ের ওপরে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভেল সেলে।
৬। নামিদামী ব্র্যান্ডের ফোনে ৩০-৪০ শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এছাড়া ল্যাপটপ থাকছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় ও ট্যাবলেটে ওপর থাকছে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড়।
৭। পোশ্যের খাবারেও থাকছে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড়।
৮। নামিদামী ব্র্যান্ডের সোফা সেট থেকে ভ্যাকুয়ম ক্লিনার, ইস্ত্রি, ওয়াটার পিউরিফায়ারস, ইনভার্টারের ওপরে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে।
৯। নারী কিংবা পুরুষের পোশাক থেকে শিশুদের পোশাক ও জুতোর ওপরে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে অ্যামাজন।
১০। এছাড়া বিভিন্ন নামিদামী ব্র্যান্ডের মাসকাবারি সামগ্রীর ওপরে ৩০-৪০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে।
কেনাকাটা করতে এখানে ক্লিক করুন
আমাদের কেনাকাটা বিভাগের সব প্রতিবেদন পড়তে যান https://www.khaboronline.com/category/shopping/
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।