খবর অনলাইন ডেস্ক: সময়ের সাথে সাথে বদল এসেছে মানুষের রুচিবোধ, চিন্তাধারা সবকিছুতেই। প্রায় সব মানুষই এখন নিজের ফ্যাশন সম্পর্কে যথেষ্ট সচেতন। কোন পোশাকের সঙ্গে কি জুয়েলারি পড়তে হবে প্রায় প্রত্যেকেই এখন ইন্টারনেট থেকে সেই ধারণা সকলেই পেয়ে যান।
প্রায় অনেকের জাঙ্ক জুয়েলারি কেনার নেশা থাকে। আছেন ঘরে জাঙ্ক জুয়েলারি কিনে ঘর ভর্তি করেন। হয়ত আপনার কেনা জাঙ্ক জুয়েলারি কালেকশানের ওপরে একটা ছোটখাট দোকান খুলে ফেলতে পারেন।
তবে এখন সোনার গয়না আর হীরের গয়নার তুলনায় কোনও অংশে কম যায় না জাঙ্ক জুয়েলারি। আর এই জাঙ্ক জুয়েলারির প্রতি মেয়েদের আকর্ষণ চিরন্তন। দামও খুব কম ও দেখতে সুন্দর। সবরকম পোশাক সে ভারতীয় হোক কিংবা পশ্চিমী পোশাকের সঙ্গে পড়লে দেখতে ভালো লাগে।
যদি আপনার পছন্দের জাঙ্ক জুয়েলারির কানের ইয়াররিঙের আরও কালেকশান পেতে চান তাহলে একবার ঘুরে আসবেন নাকি অ্যামাজন থেকে ?
১। শ্রেয়াডযাইন্স ডিজাইনার আফগানি কাশ্মীরি ট্রাইবেল অক্সিডাইজড ড্যাঙ্গেল লং ইয়াররিংস ফর উইমেন এন্ড গার্লস (সিলভার)-

জাঙ্ক জুয়েলারির প্র্ত্যেকটি গয়নার ডিজাইন যে কারুকার্য থাকে। তা দেখে চোখ যেন একেবারে ধাঁধিয়ে যায়। আপনি যদি জাঙ্ক জুয়েলারি ইয়ার রিং একটু লম্বা ধরনের কিনতে চান তাহলে সেটিও অ্যামাজনে পেয়ে যাবেন।
শ্রেয়াডযাইন্স ডিজাইনার আফগানি কাশ্মীরি ট্রাইবেল অক্সিডাইজড ড্যাঙ্গেল লং ইয়াররিংস ফর উইমেন এন্ড গার্লস (সিলভার) এই ইয়ার রিংটি অ্যামাজনে খুবই স্বল্প মূল্যের মধ্যে পেয়ে যাবেন।
২। ইউবেল্লা ইয়াররিংস ফর উইমেন জুয়েলারি ইয়াররিংস ইয়ার রিংস ফর গার্লস এন্ড উইমেন-

হতেই পারে একটু অন্য নতুন ডিজাইনের কিছু আপনি ট্রাই করতে চাইছেন। অসুবিধা তো কিছু নেই।
অ্যামাজন থেকে আপনি কিনতে পারেন ইউবেল্লা ইয়াররিংস ফর উইমেন জুয়েলারি ইয়াররিংস ইয়ার রিংস ফর গার্লস এন্ড উইমেন জাঙ্ক জুয়েলারি কানের কিনতে পারেন।
৩। ক্রাটকার্ট ট্রাইবেল কালেকশান ট্রাডিশনাল ইন্ডিয়ান অ্যাণ্টিকিউ অক্সিডাইজড সিলভার স্টাইলিজ আফগান ঝুমকা ঝুমকি ইয়াররিংস ফর উইমেন গার্লস-

ঝুমকো কানের ট্রেন্ডিং বেশ অনেক দিন ধরে চলছে। সেটা যদি আবার জাঙ্ক জুয়েলারির ওপরে হয় তাহলে তো মন্দ হয় না। কী বলেন?
জাঙ্ক জুয়েলারির ওপরে বিভিন্ন ধরনের ঝুমকো ডিজাইনের কানের এখন অ্যামাজনে খুঁজলেই পেয়ে যাবেন।
ক্রাটকার্ট ট্রাইবেল কালেকশান ট্রাডিশনাল ইন্ডিয়ান অ্যাণ্টিকিউ অক্সিডাইজড সিলভার স্টাইলিজ আফগান ঝুমকা ঝুমকি ইয়াররিংস ফর উইমেন গার্লস এই ঝুমকো কানের ইয়াররিংটি আপনার সাধ্যের মধ্যে পেয়ে যাবেন।
৪। এস্টেল ডিজাইনার ফ্যান্সি ইয়াররিংস ফর উইমেন-

এমন অনেকেই আছেন যারা খুব একটা বড় ও ভারী কানের পড়তে পারেন না। জাঙ্ক জুয়েলারির ওপরে একটু যদি হাল্কা ইয়ার রিং পড়তে চান। কিন্তু ভাবছেন কোথায় পাবেন সেই রকম কানের?
আপনার ফোনে একটু কষ্ট করে ইনস্টল করে নিন অ্যামাজন অ্যাপটি। ব্যাশ! সব সমস্যার সমাধান।
এস্টেল ডিজাইনার ফ্যান্সি ইয়াররিংস ফর উইমেন ইয়ার রিংটি আপনি অ্যামাজন থেকে কিনে নিন।
৫। টোটাল ফ্যাশন ট্রাডিশনাল জার্মান সিলভার অক্সিডাইজড এন্ড ড্রপ ইয়ার রিং ফর উইমেন এন্ড গার্লস-

ইয়ার রিং এর মধ্যে এখন এত রকমারি ডিজাইনের ছড়াছড়ি। মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা কিনবেন।
জাঙ্ক জুয়েলারি ইয়ার রিং এর মধ্যে যদি নতুন কিছু ডিজাইন কিনতে চান। তবে অ্যামাজন থেকে কিনতে পারেন টোটাল ফ্যাশন ট্রাডিশনাল জার্মান সিলভার অক্সিডাইজড এন্ড ড্রপ ইয়ার রিং ফর উইমেন এন্ড গার্লস এই ইয়ার রিংটি।
৬। জাভেরি পার্লস ডার্ক অ্যান্টিকিউ সিলভার লিফ শেপ ইয়ার রিং ফর উইমেন জেডপিএফকে সিক্স ফোর নাইন ফোর-

একে তো এই দুর্ধর্ষ গরম। তার মধ্যে যারা অফিসে কাজ করেন কিংবা অধ্যাপনার পেশায় যুক্ত আছেন তাদের তো রোজ নিজেদের কাজে বাইরে বেরোতই হয়।
অথচ এত গরমে পোশাকের সঙ্গে কি কানের পড়বেন বুঝে উঠতে পারেন না। তবে যদি হাল্কার মধ্যে একটু ছিমছাম ডিজাইনের কানের পড়তে চান।
তবে জাভেরি পার্লস ডার্ক অ্যান্টিকিউ সিলভার লিফ শেপ ইয়ার রিং ফর উইমেন জেডপিএফকে সিক্স ফোর নাইন ফোর এই ইয়ার রিংটি অ্যামাজন থেকে কিনতে পারেন।
আরও পড়তে পারেন :
কাজল কালো চোখে হয়ে উঠুন অপরূপা! অ্যামাজন থেকে কিনে নিন আপনার পছন্দের কাজল
গ্রীষ্ম ও বর্ষা ছাতাই একমাত্র ভরসা! অ্যামাজন থেকে কিনে নিন আপনার পছন্দের ছাতা