প্রথম স্মার্ট রিং ‘CRW-001-1JR’ আনছে ক্যাসিও (CASIO)। নতুন ক্যাসিও স্মার্ট রিংয়ে রয়েছে বেশ কিছু অত্যাধুনিক ফিচার৷ এতে রয়েছে ৩টি বিশেষ সুইচ৷ প্রতিটি সুইচের আলাদা কার্যকারিতা রয়েছে৷ কোম্পানিটি তার ৫০ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য এই স্মার্ট ডিভাইসটি বাজারে এনেছে৷ ডিসেম্বর থেকে বিক্রি শুরু হবে। দাম পড়বে ১০,৮১০ টাকা।
ক্যাসিও-র এই স্মার্ট রিংয়ে রয়েছে সাত সেগমেন্টের এলসিডি (LCD) স্ক্রিন রয়েছে। এতে ব্যবহারকারী ঘণ্টা, মিনিট ও সেকেন্ডে সময় দেখতে পারবেন। এ ছাড়াও তিনটি বিশেষ সুইচের মাধ্যমে ব্যবহারকারী সময় এবং তারিখ পরিবর্তন করতে পারবেন। এ ছাড়াও রয়েছে ফ্ল্যাশ অ্যালার্ম ও স্টপওয়াচের সুবিধা। এটির ব্যাটারি দু’ বছর পর্যন্ত চলবে।
ব্যাটারি খারাপ হয়ে গেলে সহজেই সেটি পরিবর্তন করা যাবে।
মাত্র এক ইঞ্চির চেয়েও ছোট আকারের এই স্মার্ট রিংয়ে আরামদায়ক স্ট্রেচেবল ব্যান্ড ব্যবহার করা হয়েছে। সব আঙুলে পরা যায়। বিভিন্ন টাইম জোন দেখা যাবে। ক্যাসিও এই স্মার্ট রিং চলবে মেটাল ইনজেকশন মোল্ডিং প্রসেসের মাধ্যমে৷