খবরঅনলাইন ডেস্ক: সামনেই বড়োদিন, অনেকেই বাড়িতে বড়োদিনের উৎসব পালন করেন, ঘর সাজান, খ্রিস্টমাস ট্রি সাজান। এই সব সাজানোর সামগ্রী প্রচুর ছাড়ে পাওয়া যাচ্ছে অ্যামাজনে। রইল তেমনই কয়েকটির সন্ধান।
প্রতিবেদন লেখার সময় যে দাম ছিল তাই দেওয়া হল।
১। খ্রিস্টমাস আর্টিফিশিয়াল পাইন ট্রি। দাম ৪৯৯ টাকা।

২। খ্রিস্টমাস ট্রি স্কার্ট গ্রে অ্যান্ড হোয়াইট। ভেলভেটের তৈরি ৩৮ ইঞ্চি। দাম ৫৪৯ টাকা।

৩। খ্রিস্টমাস ট্রি। টেবিলে সাজানোর জন্য। সঙ্গে ৫৪টি ডেকরেশন আইটেম। দাম ৩৯৯

৪। ফ্রন্ট ডোর ওয়াল হ্যাঙ্গিং খ্রিস্টমাস ট্রি অর্নামেন্ট। দাম ৩৪৯ টাকা।

৫। ফোর সিটার ভেলভেট টেবিল রানার। লাল রঙের স্যান্টা টুপির মতো। দাম ৩৯৯ টাকা।

৬। খ্রিস্টমাস স্যান্টা হ্যাট চেয়ার কভার। ৪টির সেট। দাম ৪৯৯ টাকা।

আরও দেখুন – খ্রিস্টমাস ডেকরেশনের জন্য এইগুলি খুবই জনপ্রিয়
পড়ুন – শীতের নতুন কালেকশন মহিলাদের জন্য, বিশেষ ছাড়
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।