খবরঅনলাইন ডেস্ক: সামনেই বড়োদিন। ঘর সাজানোর জন্য সামগ্রী এখনই কেনার সঠিক সময়। অ্যামাজন থেকে রইল তেমনই কয়েকটি সামগ্রী।
প্রতিবেদন লেখার সময় যে দাম ছিল তাই দেওয়া হল।
১। খ্রিস্টমাস ট্রি ডেকরেশন অর্নামেন্ট অ্যাঞ্জেল। দাম ১৯৯ টাকা।

২। ২৪টি নানা ধরনের অর্নামেন্ট খ্রিস্টমাস ট্রি সাজানোর জন্য। দাম ৪৯৭ টাকা।

৩। খ্রিস্টমাস ট্রি ডেকরেশন ক্রিস্টাল ট্রি এলইডি লাইট। ৭ মিটার। দাম ৩৯৯ টাকা।

৪। ৪ ফুটের স্নো পাইন খ্রিস্টমাস ট্রি। সঙ্গে ১৮টি ট্রি সাজানোর আইটেম। দাম ২২৯৯ টাকা।

৫। খ্রিস্টমাস ট্রি ডেকরেশনের জন্য সিলভার কালার হ্যাঙ্গিং রেন ডিয়ার ১০টি। দাম ২৯৯ টাকা।

আরও – খ্রিস্টমাস ডেকরেশনের জন্য এইগুলি খুবই জনপ্রিয়
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।