খবরঅনলাইন ডেস্ক: বিয়ের মরশুম আসছে। নিমন্ত্রণবাড়ি তো লেগেই থাকে। সেখানে আজকাল সোনার গয়নার থেকে কস্টিউম বা জাঙ্ক জুয়েলারি পরে যাওয়ার চল বেড়েছে। প্রত্যেক পোশাকের সঙ্গেই মানানসই জুয়েলারি পরতেই বা কার না ভালো লাগে। তেমনই কয়েকটি সুন্দর কালেকশনের হদিশ রইল অ্যামাজন থেকে।
প্রতিবেদন লেখার সময় যে দাম ছিল তাই দেওয়া হল।
১। সিলভার নেকলেস সেট, দুল টিকলি, দাম ৬৪৯।

২। সিলভার রাধাকৃষ্ণ টেম্পল নেকলেস। দাম ৩৭৯ টাকা।

৩। জার্মান অক্সিডাইস ট্র্যাডিশনাল নেকলেস। দাম ২৯৮ টাকা।

৪। সিলভার ব্রাস অ্যান্ড জেট চোকার।

৫। কুন্দন ট্র্যাডিশনাল পার্ল নেকলেস। দুল ও টিকলি সমেত। দাম ৪৪০ টাকা।

৬। গোল্ড প্লেটেড লং হারাম নেকলেস সেট। দুল ও টিকলি সমেত। দাম ৪৫৭ টাকা।

৭। ক্রিস্টাল স্টন সিলভার চোকার। দাম ২৫৭ টাকা।

৮। গোল্ড প্লেটেড, হ্যান্ডক্রাফটেড পার্ল চোকার, সঙ্গে দুল। দাম ৪৩৯ টাকা।

আরও – চোখের যত্ন নিতে কিনুন এগুলি, খুবই কাজের
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।