খবর অনলাইন ডেস্ক : আপনি কি কমপিউটার গেম খেলতে ভালোবাসেন? আজকাল গেম খেলাটা শুধু ছোটদের বিষয় নয় বড়রাও খেলেন সময় সুযোগ পেলেন। অনেকের কাছে আবার গেম খেলাটা একটা শখ। শখের জন্য খরচ-খরচাও করে থাকেন।
তাদের জন্য অ্যামাজন (Amazon) নিয়ে এসেছে ‘গ্র্যান্ড গেমিং ডেজ’। যে সময়ের মধ্যে আপনি কেনাকাটা করলে গেমিং গ্যাজেটের ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
এই গেমিং গেজেটের মধ্যে পড়ছে ল্যাপটপ, হেডফোন, মাউস, টিভি, জয় স্টিক এবং গেমিং সফটওয়্যারও।

আজকাল যে গেমগুলি বের হচ্ছে সেগুলি বেশ হাই রেজল্যুশনের। তাই বেশি RAM এবং গ্রাফিক কার্ড না হলে এগুলি খেলা বেশ কঠিন হয়ে পড়ে। অনেক সময় মুভমেন্ট স্লো হওয়ার কারণে পয়েন্ট নষ্ট হয়।
তাই গেমিং ল্যাপটপ বা ডেস্কটপে বেশি যত র্যাম বা গ্রাফিক কার্ড থাকবে তত ভালো চলবে।
তাই দেরি না করে আজই অ্যামজন থেকে কিনে ফেলুল গেম খেলার জন্য প্রয়োডনীয় গ্যাজেটি। এই অফার থাকছে ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।