মনের মতো স্মার্টওয়াচ চাইছেন? শুরু ৫ হাজারে, দেখুন এগুলোর মধ্যে আপনার কোনটা পছন্দ

0

খবর অনলাইন ডেস্ক: মনের মতো স্মার্টওয়াচ কিনতে কমপক্ষে ৫ হাজার টাকার বাজেট রাখতেই হয়। আপনি যদি মনে করেন ১০ হাজার টাকার মধ্যে আরও বেশি ফিচার আর টেকসই স্মার্টওয়াচ কিনবেন, তা হলে নীচের তালিকায় চোখ বুলিয়ে নিতে পারেন। আবার দামের উপর ক্লিক করে সরাসরি কিনে নিতেও পারেন এখান থেকেই।

অ্যামাজফিট জিটিএস ২ই (Amazfit GTS 2e)

amez 1

অন্যতম ফিচার: ১.৬৫ ইঞ্চি অ্যামোলেড এইচডি স্ক্রিন। ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটর। ব্লাড অক্সিজেন মেজারমেন্ট এবং স্লিপ কোয়ালিটি ও স্ট্রেস লেভেল মনিটর, ইত্যাদি ।

দাম: ৯,৯৯৯ টাকা

রিয়েলমি স্মার্টওয়াচ এস প্রো (Realme Watch S Pro)

realme

অন্যতম ফিচার: ১.৩৯ ইঞ্চি অ্যামোলেড টাচস্ক্রিন, সঙ্গে অটো ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট ও স্মার্ট অলওয়েজ অন ডিসপ্লে। কন্টিনিউয়াস হার্ট রেট মনিটর ও ব্লাড অক্সিজেন মনিটর, ইত্যাদি ।

দাম: ৯,৯৪৩ টাকা

এমআই ওয়াচ রিভলভ অ্যাক্টিভ (Mi Watch Revolve Active)

mi 1

অন্যতম ফিচার: ১.৩৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ব্লাড অক্সিজেন মনিটর। জিপিএস ও স্লিপ মনিটর, ইত্যাদি ।

দাম: ৯,৯৯৯ টাকা

অ্যামেজফিট জিটিএস২ মিনি (Amazfit GTS2 Mini)

amez 2

অন্যতম ফিচার: ১.৫৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ব্লাড অক্সিজেন লেভেল মেজারমেন্ট। স্লিপ ও স্ট্রেস মনিটরিং, ইত্যাদি।

দাম: ৬,৯৯৯ টাকা

টিকওয়াচ জিটিএইচ (TicWatch GTH)

tc

অন্যতম ফিচার: ২৪ ঘণ্টা তাপমাত্রা, রক্তে অক্সিজেনের মাত্রা এবং হার্ট রেট মনিটর। স্লিপ ও স্ট্রেস ট্র্যাকিং, ইত্যাদি ।

দাম: ৪,৯৯৯ টাকা

*২২ জুলাই নির্ধারিত দাম অনুযায়ী

বিজ্ঞাপন