একটি হল বিশ্বের প্রথম মেডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ এসওসি চালিত স্মার্টফোন, অন্যটি ভারতের প্রথম স্মার্টফোন, যার ফিচারে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর রয়েছে।
রিয়েলমি ৮ সিরিজের (Realme 8) দু’টি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে রিয়েলমি (Realme)। রিয়েলমি ৮এস ৫জি (Realme 8s 5G) এবং রিয়েলমি ৮আই (Realme 8i)। রিয়েলমি ৮এস ৫জি হল বিশ্বের প্রথম মেডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ এসওসি চালিত স্মার্টফোন, অন্য দিকে রিয়েলমি ৮আই হল ভারতের প্রথম স্মার্টফোন, যার ফিচারে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর রয়েছে।
রিয়েলমি ৮এস ৫জি (Realme 8s 5G)

ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে (রিফ্রেশ রেট ৯০ হার্ৎজ)
প্রসেসর: মেডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ ৫জি
র্যাম ও স্টোরেজ: ৮ জিবি এবং ১২৮ জিবি
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
ক্যামেরা: ৬৪ এমপি+২এমপি। ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা
দাম: ১৩,৯৯৯ টাকা
রিয়েলমি ৮আই (Realme 8i)

ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে (রিফ্রেশ রেট ১২০ হার্ৎজ)
প্রসেসর: মেডিয়াটেক হেলিও জি৯৬
র্যাম ও স্টোরেজ: ৬ জিবি এবং ১২৮ জিবি
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
ক্যামেরা: ৫০ এমপি+২এমপি+২ এমপি। ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা
দাম: ১৯,৯৯৯ টাকা
আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়ে গেলেও নতুন এই স্মার্টফোন দু’টি আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কেনা যাবে। ওই দিন থেকে realme.com, Flipkart এবং অফলাইন খুচরা দোকানে বিক্রি হবে। প্রতিবেদনে উল্লেখিত দামের উপর থেকে সরাসরি কিনে ফেলতে পারবেন আপনিও।
নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর কেনাকাটা সংক্রান্ত আরও প্রতিবেদন পড়ুন এখানে: খবর অনলাইন কেনাকাটা
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।