বৈদ্যুতিক বাইক প্রস্তুতকারক সংস্থা ইমোটোরাড (EMotorad) ভারতের বাজারে আনল ব্যাটারি চালিত সাইকেল এসটি-এক্স (ST-X)। ছিমছাম চেহারা এবং অ্যাডজাস্টেবেল স্যাডেল ও হ্যান্ডেলবার রয়েছে এই সাইকেলে। এই সাইকেলে অন্যান্য সাইকেলের মতো বেশি মাংসপেশীর জোর দিতে হবে না। কম উচ্চতা থাকলেও নিশ্চিন্তে আরাম করে চালানো যাবে সাইকেলটি। পুরুষদের পাশাপাশি মহিলারাও নিত্য যাতায়াত বা শরীরচর্চার জন্য এই সাইকেল ব্যবহার করতে পারেন।
বিদ্যুৎ চালিত এই সাইকেলে রয়েছে ৩৬ ভোল্ট ২৫০ ওয়াট রিয়ার হাব মোটর ও ৩৬ ভোল্ট ৭.৬৫ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। সাইকেলটি ফুল চার্জ হতে সময় লাগবে ৪ থেকে ৫ ঘণ্টা। প্যাডেল চালিয়ে ফুল চার্জে রেঞ্জ ৩৫ কিলোমিটার। আর শুধু ইলেকট্রিক মোডে রেঞ্জ ৩০ কিলোমিটার।
এই সাইকেলে রয়েছে একটি ডিসপ্লে ক্লাস্টার, যেখানে একাধিক তথ্য দেখা যাবে। এ ছাড়াও রয়েছে ১২টি ম্যাগনেট সেন্সর। রাতের বেলা চালানোর জন্য সাইকেলের সামনে রয়েছে একটি লাইট এবং গাড়ি ও পথচারীদের সজাগ করার জন্য একটি হর্ন।
এই বৈদ্যুতিক সাইকেল ২টি রঙে পাওয়া যাবে – বেজ এবং টিল ব্লু। এই সাইকেল কিনতে অনলাইনে ইমোটোরাডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বুক করা যাবে। এ ছাড়া অ্যাম্যাজন ও ফ্লিপকার্ট থেকেও কেনা যাবে। সাইকেলটির দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা।