দেশের বৈদ্যুতিক স্কুটারের বাজারে ফের বড়োসড়ো চমক দিল ওলা ইলেকট্রিক। সম্প্রতি ওলা সবচেয়ে সস্তা বৈদ্যুতিক স্কুটার আনল। একসঙ্গে চারটি নয়া বৈদ্যুতিক ই-স্কুটার এনেছে ওলা। দেশের বাজারে এই ইলেকট্রিক স্কুটারগুলির দাম শুরু হচ্ছে মাত্র ৩৯,৯৯৯ টাকা (এক্স শোরুম) থেকে।
Gig, Gig+, S1 Z এবং S1 Z+ নামে চারটি স্কুটারেই আকর্ষণীয় লুকস ও ফিচারের সুবিধা রয়েছে। ওলা Gig, Gig+, S1 Z এবং S1 Z+ বৈদ্যুতিক স্কুটারের ইন্ট্রোডাক্টরি দাম রাখা হয়েছে যথাক্রমে ৩৯,৯৯৯ টাকা, ৪৯,৯৯৯ টাকা, ৫৯,৯৯৯ টাকা এবং ৬৪,৯৯৯ টাকা।
ডেলিভারি আগামী বছর থেকে শুরু হলেও এই দু’ চাকার ব্যাটারি চালিত ই-স্কুটারের বুকিং গ্রহণ করা শুরু করে দিয়েছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। গ্রাহকরা মাত্র ৫০০ টাকার টোকেন অ্যামাউন্ট জমা করে এই স্কুটারগুলির বুকিং করতে পারবেন।
ওলা ইলেকট্রিক Ola Gig স্কুটারকে স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য উপযুক্ত করে গড়ে তুলেছে। স্কুটারে গ্রাহকরা রিমুভেবল ব্যাটারির সুবিধা পাবেন। একটি 1.5 kWh -এর ব্যাটারির পাশাপাশি রয়েছে একটি হাব মোটর। স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিমি। স্কুটারটিতে B2B ক্রয় এবং রেন্টালের সুবিধা পাওয়া যাবে।
অন্য দিকে, S1 Z স্কুটারেও ডুয়েল রিমুভেবল 1.5 kWh ব্যাটারির সুবিধা পাওয়া যাবে। স্কুটারটি একটি ব্যাটারিতে ৭৫ কিমি এবং দুটি ব্যাটারিতে ১৪৬ কিমির রেঞ্জের অফার মিলবে। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিমি। এ ছাড়াও রয়েছে এলসিডি ডিসপ্লে, ফিজিক্যাল কি’র সুবিধাও। S1 Z+-এর ইলেকট্রিক স্কুটারটিতেও S1 Z–এর মতো একই রেঞ্জ, ব্যাটারি এবং সর্বোচ্চ গতি রয়েছে।