কলকাতা: আবার পুরনো মেজাজে ইকোপার্কের হস্তশিল্প মেলা। রাজ্য সরকার পরিচালিত ইকোপার্কের এই মেলায় জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন শিল্পীরা। তাঁদের হাতের কাজ দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ।

শোলার তৈরি বাহারি ফুল থেকে জঙ্গলমহলের টেরাকোটার কাজ। বেতের বোনা ধামা-কুলো থেকে ঘর সাজানোর বাহারি জিনিস ক্রেতার চোখের সামনে নিমেষেই তৈরি করে দিচ্ছেন শিল্পীরা।

জানা গিয়েছে, ছোটবড় মিলিয়ে প্রায় সাত হাজার স্টল রয়েছে এই মেলায়। ২৩টি জেলার বিভিন্ন শিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করেছেন। তাঁদের তৈরি রং-বেরঙের জিনিস নজর কাড়ছে দর্শকদের।

এমনিতে শীত এলেই রাজ্যে শুরু হয়ে যায় উৎসবের আমজে। কলকাতা-সহ রাজ্যের জেলায় জেলায় আয়োজিত হয় বিভিন্ন মেলা। প্রতিবারের মতো এ বারও রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের উদ্যোগে রাজারহাট ইকোপার্কে চলছে হস্ত শিল্প মেলা। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

নিজেদের পণ্য বিক্রি করতে আধুনিক লেনদেনের ব্যবস্থাও রেখেছেন বিক্রেতারা। অধিকাংশ বিক্রেতা এই বছর কিউআর কোড ব্যবস্থা রেখেছেন। এর ফলে খুচরোর সমস্যা প্রায় নেই।

এ ছাড়াও ক্রেতাদের জন্য অস্থায়ী এটিএম কাউন্টার, ডেবিট-ক্রেডিট কার্ডের পাঁচটি কাউন্টার রয়েছে। অন্য দিকে, এ বারের মেলাতেও টিকিটের কোনো ব্যবস্থা রাখেনি রাজ্য সরকার। এখানে সকলের প্রবেশ অবাধ।

এমনিতে এই সময়টাতে বিদেশি পর্যটকদের ভিড় তুলনামূলক ভাবে বেশি থাকে। কলকাতায় এসে এই হস্তশিল্প মেলাতেও ঢুঁ মারছেন পর্যটকেরা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।