ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে realme এর পক্ষ থেকে মাত্র ১০৪৯৯ টাকা দামে realme C73 5G স্মার্টফোন আনা হয়েছে। এই ফোনে 6000mAh Battery, MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 12GB RAM (4GB+8GB) এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। realme C73 5G ফোনটি 4GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 64GB স্টোরেজ মডেলের দাম ১০৪৯৯ টাকা এবং 128GB মেমরি ভেরিয়েন্টের দাম ১১৪৯৯ টাকা। ফোনটি Jade Green, Onyx Black এবং Crystal Purple রঙে মিলবে।
realme C73 5G ফোনে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। realme C73 5G ফোনটি Android 15 বেসড realme UI 6 অপারেটিং সিস্টেমে চলে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 6x 2GHz Cortex-A55 কোর + 2x 2.4GHz Cortex-A76 কোর রয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G57 MC2 GPU রয়েছে।
এই ফোনে 12GB Dynamic RAM টেকনোলজি যোগ করা হয়েছে, যার ফলে এই ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য realme C73 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 32MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য realme C73 5G ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে। শক রেজিজট্যান্স মিলিটারি গ্রেড ফোনটি মাটিতে পড়লে বা শক্ত কিছুর সঙ্গে ধাক্কা লাগলেও কোনো ক্ষতি হবে না। এই ফোনে 300% Ultra Volume Mode দেওয়া হয়েছে, যার ফলে ফোনটির স্পিকার জোরালো আওয়াজ করতে সক্ষম। রিভার্স চার্জিং প্রযুক্তির দৌলতে realme C73 5G ফোনটির সাহায্যে ইয়ারবাড বা স্মার্টওয়াচ চার্জ করা যায়। এই ফোনে Rainwater Smart Touch প্রযুক্তি রয়েছে, যার ফলে ভেজা হাতেও ফোনটি ব্যবহার করা যায়।