ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ৯ হাজার টাকার নীচে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আনল Samsung। 4GB RAM + 64GB স্টোরেজ সহ স্মার্টফোনের দাম ৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। মুনলাইট সিলভার এবং এমারেল্ড গ্রিন রঙে পাওয়া যাবে নতুন স্মার্টফোন। স্যামসঙের অফিসিয়াল ওয়েবসাইট, আমাজন, ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোরের মাধ্যমে ফোন কেনা সম্ভব।
গত বছর Samsung বাজারে তাদের Samsung Galaxy F14 5G স্মার্টফোন পেশ করেছিল। এবার এই ফোনের 4G মডেল হিসাবে Samsung Galaxy F14 4G লঞ্চ করা হয়েছে। এই ফোনে Snapdragon 680 প্রসেসর, 50MP রেয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 6.7 ইঞ্চির স্ক্রিনের মতো বিভিন্ন দারুণ ফিচার রয়েছে।
Samsung Galaxy F14 ফোনে 6.7 ইঞ্চির HD+ ইনফিনিটি ইউ LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট এবং 391 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এছাড়াও Qualcomm Snapdragon 680 প্রসেসরে চলবে এই বিশেষ স্মার্টফোন। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে Adreno 610 GPU রয়েছে।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেড ফোন আনল মটোরোলা
Samsung Galaxy F14 ফোনে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনে উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Samsung Galaxy F14 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। পাশাপাশি, Samsung Galaxy F14 ফোনে ডুয়েল ন্যানো সিম, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 4G VOLTE, ওয়াইফাই, ব্লুটুথ 5.2 এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।