পুজোর আগে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? বাজেট যদি ২০ হাজারের নীচে হয় তাহলে কিনতেই পারেন Samsung Galaxy M55s 5G স্মার্টফোন। সম্প্রতি এম সিরিজের অধীনে Samsung Galaxy M55s 5G স্মার্টফোনটি আনল Samsung। স্টাইলিশ ফিউশন ডিজাইনের এই ফোনটি অত্যন্ত পাতলা ও হালকা ওজনের।
ফোনের প্লাস্টিক দিয়ে তৈরি ব্যাক প্যানেল টেক্সচারাল প্যাটার্ন লুক রয়েছে। এই ডিজাইন সাধারণত দেখা যায় না।
Samsung Galaxy M55s 5G স্মার্টফোনের রেয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ রয়েছে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে পাঞ্চ-হোল নচ সহ ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। কোরাল গ্রিন এবং থান্ডার ব্ল্যাক রঙে পাওয়া যাবে এই ফোন।
Samsung Galaxy M55s 5G ফোনে 6.7 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED + ডিসপ্লে রয়েছে। ফোনে 2.4GHz হাই ক্লক স্পীডযুক্ত স্ন্যাপড্রাগন 7 জেন 1 অক্টাকোর প্রসেসর রয়েছে। Samsung Galaxy M55s 5G ফোনটিতে 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া 8GB ভার্চুয়াল RAM ফিচারের সহযোগিতায় 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য Samsung Galaxy M55s ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে অপ্টিকল ইমেজ স্টেবলাইজেশন ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এলইডি ফ্ল্যাশ সহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। নাইটোগ্রাফি ফিচারের মাধ্যমে রাতেও অসাধারণ ছবি তোলা যাবে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লাগানো রয়েছে। এছাড়াও ডুয়েল রেকর্ডিং মোড রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M55s 5G ফোনে 45ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G, 4G, ব্লুটুথ 5.2, ওয়াইফাই 6 এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। Samsung Galaxy M55s 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে।