২০২৫ অর্থবর্ষে প্রায় ৩০% বৃদ্ধি নথিভুক্ত করার পর, এবার দেশের বাজারে আরও বড় পদক্ষেপ নিল টাটা গোষ্ঠীর এথনিক পোশাকের ব্র্যান্ড তানায়রা। ক্রমবর্ধমান চাহিদা এবং বিয়ের মরসুমের ইতিবাচক আবহকে কাজে লাগিয়ে তানায়রা প্রথমবারের মতো নিয়ে এসেছে দেশব্যাপী ছাড়ের অফার, যেখানে শাড়ি, রেডি-টু-ওয়্যার পোশাক, আনস্টিচড কুর্তা সেট এবং উৎসবের লেহেঙ্গা-সহ একাধিক পণ্যে মিলছে সর্বোচ্চ ৪০% ছাড়।
তানায়রার সব পোশাকই খাঁটি ও প্রাকৃতিক কাপড়ে তৈরি। এই অফার শুরু হয়েছে এমন এক সময়ে, যখন এবছরের উৎসবের মরসুম তুলনামূলকভাবে আগেই শুরু হতে চলেছে। সেই আবহে এই সেল আদতে উৎসবের সূচনা হিসেবে দেখা যেতে পারে।
বর্তমানে তানায়রার রয়েছে ৪১টি শহরে বিস্তৃত ৮০টি স্টোরের শক্তিশালী নেটওয়ার্ক, যার ফলে তারা ধীরে ধীরে জাতীয় পর্যায়ে একটি নির্ভরযোগ্য এথনিক ফ্যাশন ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে।
এই উদ্যোগ প্রসঙ্গে, তানায়রার চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার সোমপ্রভ কুমার সিংহ বলেন, “প্রথমবার আমরা এমন দেশব্যাপী ছাড়ের অফার নিয়ে এসেছি, যেখানে বিভিন্ন পণ্যে থাকছে সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড়। তানায়রার খাঁটি ও সমৃদ্ধশালী পোশাক সংগ্রহ করার পাশাপাশি এই ছাড় ক্রেতাদের জন্য একটি বাড়তি পাওনা। খাঁটি উপকরণে তৈরি হাতের কাজের বিশাল কালেকশন এবং প্রতিটি পোশাকে গুণমান ও বিশুদ্ধতার প্রতিশ্রুতি—এই সব মিলিয়ে আমরা আমাদের ক্রেতাদের জন্য একটি সত্যিই বিশেষ অভিজ্ঞতা দিতে চাই।”
তানায়রার শাড়ির সংগ্রহে রয়েছে ভারতের ঐতিহ্যবাহী বুননের নিদর্শন—বেনারসি, কাঞ্জিভরম, জামদানি, তসর, ইত্যাদি। এছাড়াও, শোরুমে পাওয়া যাবে সাউথ সিল্ক, সাম্বলপুরি, কটন ইক্কত, কোটাদোরিয়া, চান্দেরি ও মহেশ্বরী কাপড়ে তৈরি পোশাক। প্রতিটি তানায়রা স্টোর সাজানো হয়েছে এমনভাবে, যেখানে বিয়ে, উৎসব ও রোজকার পরার উপযোগী পোশাক এক ছাদের তলায় পাওয়া যায়।
গুণগত মানের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে তানায়রা খাঁটি জরির কাঞ্জিভরম শাড়ির জন্য বিশেষ সার্টিফিকেশনও প্রদান করে, যা আসল কারিগরি শৈল্যের প্রমাণস্বরূপ।
এই বিশেষ ছাড়ের সুবিধা কলকাতার ক্যামাক স্ট্রিট, গড়িয়াহাট, সল্টলেক এবং সাউথ সিটি তানায়রা শোরুমেও পাওয়া যাচ্ছে।