শীত যখন পড়েছে। তখন ত্বকের যত্ন একটু বেশি তো নিতেই হবে। কারণ শীতেই হয় ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা।
তাই সব সমস্যাকে দূরে ঠেলে নিজের ত্বকের শুধু পরিচর্যা করলেই হবে না। সেইসঙ্গে ত্বকের জন্য দরকার শীতের ফেস ক্রিম। তাহলে আপনার পছন্দের উইন্টার ফেস ক্রিম অ্যামাজন থেকে কিনতে পারেন।
১। চারমিস ভিটামিন এ, সি, ই, ডিপ নারেশিং কোল্ড ক্রিম, ২০০ এমএল-

চারমিস শীতের ফেস ক্রিম হিসাবে এক নম্বর ব্র্যান্ড। এটি শুধুই মুখে মাখার ক্রিম। ক্রিমটি পরিমাণে আছে ২০০ মিলিলিটার।
২। মাম্মাআর্থ ভিটামিন সি নারেশিং কোল্ড ক্রিম ফর ফেস অ্যান্ড বডি উইথ ভিটামিন সি অ্যান্ড হানি ফর ইলুইমিনেটিং ময়েশ্চারাইজেশান-

সব ধরনের ত্বকে মাম্মাআর্থ ভিটামিন সি ক্রিম ব্যবহার করা যাবে। ক্রিমটি পরিমাণে ১০০ গ্রাম রয়েছে। ক্রিমটির মধ্যে ভিটামিন সি ও মধু রয়েছে।
৩। হিমালয়া হার্বালস উইন্টার ডিফেন্স ময়েশ্চারাইজিং ক্রিম-

হিমালয়ার এই ক্রিমটির মধ্যে আমন্ড রয়েছে। এছাড়া ভিটামিন ই আছে। পরিমাণে ২০০ মিলিলিটার পেয়ে যাবেন।
৪। পন্ডস ময়েশ্চারাইজিং কোল্ড ক্রিম-

পন্ডস ময়েশ্চারাইজিং কোল্ড ক্রিমটি পরিমাণে ১০০ মিলিলিটার আছে। এর মধ্যে অ্যালোভেরা রয়েছে। ত্বককে কোমল ও নরম রাখবে এই ক্রিম।
৫। লিউভ পাপায়া হাইড্রেডেটিং কোল্ড ক্রিম অ্যান্ড উইন্টার ক্রিম-

লিউভ কোল্ড ক্রিমটি ১০০ গ্রাম রয়েছে। এই ক্রিমটিতে পাপায়ার ফ্লেভার আছে।
৬। আয়ুগা কুমকুমাদি কোল্ড ক্রিম উইথ স্যাফ্রন-

আয়ুগা কুমকুমাদি কোল্ড ক্রিমের মধ্যে কোকো বাটার আছে। সব রকমের ত্বকে এই ক্রিমটি ব্যবহার করা যাবে। পরিমাণে ২০০ গ্রাম আছে।
৭। নিভিয়া ক্রিম, অল সিজন মাল্টিপারপাস ক্রিম-

নিভিয়া ক্রিমটি শুধু মুখেই নয়, পুরো বডিতে ব্যবহার করতে পারবেন। মুখের ত্বক থেকে হাত ও পায়ের ত্বককে একেবারে নরম তুলোর মতো রাখবে। পরিমাণে ২০০ এমএল আছে।
৮। বায়োটিক বায়ো উইন্টার ক্রিম-

যাদের শীতকালেও ত্বক খুব তৈলাক্ত থাকে ও ব্রণর সমস্যা রয়েছে। তারা বায়োটিক বায়ো উইন্টার ক্রিম ব্যবহার করতে পারেন।
৯। গ্লো অ্যান্ড লাভলি উইন্টার গ্লো ফেস ক্রিম-

গ্লো অ্যান্ড লাভলি উইন্টার এই ক্রিমটির মধ্যে মাল্টিভিটামিন্স বি থ্রি, সি ও ই রয়েছে। এই ক্রিমটি বাইরে মেখে বেরোলে সূর্যের ইউভিএ, ইউভিবি রশ্মি ত্বকে কোনও প্রভাব ফেলতে পারবে না।
১০। জেমব্লু বায়ো কেয়ার উইন্টার প্রোটেকশান ক্রিম-

এই ক্রিমটিতে আছে মধু ও আমন্ড। শুধু মুখের ত্বকে ব্যবহার করা যাবে। পরিমাণে ৫০০ মিলিলিটার আছে।
কেনাকেটা যদি হয়ে থাকে নেশা তাহলে চোখ রাখুন খবর অনলাইনে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।