শীতকাল তো পড়েছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে এখন পাল্টেছে ফ্যাশন স্টেটমেন্ট। কোন পোশাকের সঙ্গে কী শীত বস্ত্র গায়ে দেবেন। সেই বিষয়ে প্রায় বেশিরভাগ মানুষই এখন যথেষ্ট সচেতন।
তবে শীতকালে কোনও জায়গায় ঘুরতে যান অথবা বিয়েবাড়িতে কোন পোশাকের সঙ্গে কী রকম চাদর ব্যবহার করবেন বরং আপনিই ঠিক করুন।
১। সুই উইথ লেভেল উইমেন্স কাশ্মীরি আড়ি এম্ব্র্রয়ডারি উল স্টোল-

কাশ্মীরি আড়ি এম্ব্র্রয়ডারি উল স্টোলটি ফ্লোরাল প্রিন্ট ও এম্ব্র্রয়ডারির কাজ রয়েছে। স্টোলটি কাঁচার সময়ে শুধু ড্রাই ক্লিন করালেই হবে।
২। ওয়েভারস ভিলা উইমেন্স শাল-

ওয়েভারস ভিলা উইমেন্স শালটির মেটিরিয়াল অ্যাক্রো উল ব্লেন্ডের। এই শালটির সাইজ ২ মিটার। যে কোনও সোয়েটার, জ্যাকেট, কোট, স্যুটের ওপরে অনায়েসে নিতে পারেন এই শালটি।
৩। ইন্দোর্যাপ্স উইমেন্স জামাওয়ার স্টোল/ শাল উইথ কন্ট্রাস্ট বর্ডার কালার ফর উইন্টার-

ইন্দোর্যাপ্স উইমেন্স জামাওয়ার স্টোল বা শালটি ফেব্রিক ভিসকোস রেয়ন মেটিরিয়াল দিয়ে তৈরী। খুব সুন্দর ডিজাইন ও কন্ট্রাস্ট বর্ডার কালার রয়েছে। এটি ধোয়ার সময়ে ড্রাই ক্লিন করালেই হবে।
৪। কৃতি উইমেন স্টোল উলেন ফর উইন্টার-

এই উলেন স্টোলটির মধ্যে খুব সুন্দর ভাবে পাথরের কাজ রয়েছে। এছাড়া পুরো ১০০ শতাংশ ভিসকোস মেটিরিয়াল দিয়ে বানানো।
৫। জায়রি হান্ড্রেড পার্সেন্ট সফট উলেন উইমেন্স উইন্টার রাউন্ড স্টোল-

প্রতিদিন ব্যবহার করার জন্য এই রাউন্ড স্টোলটি ব্যবহার করতে পারেন। এছাড়া কলেজ, অফিস, পার্টি, বিয়েবাড়ি এইসব ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এই স্টোলটি। ধোয়ার সময়ে হাতে কেচে নিলেই হবে।
৬। অ্যাক্সোলোটল ভিসকোস সুপার সফট স্টোল ফর উইমেন-

এই স্টোলটি ভিসকোস কাপড়ের। এটি লম্বায় ৭৪ ইঞ্চি ও চওড়ায় ২৮ ইঞ্চি। শুধু স্টোলটি ধোয়ার সময়ে ঠান্ডা জলে অথবা হালকা গরম জলে ধুতে হবে।
৭। রাধা মাধব এন্টারপ্রাইজ লাক্সারিজ কাশ্মীরি উলেন শাল, স্টোল ফর লেডিস, উইমেন-

এই শালটির পুরো কাজ ফ্লোরাল প্রিন্টের ওপরে করা হয়েছে। শুধু ড্রাই ক্লিন করালেই হবে।
৮। টুইডেল পিউর ক্যাশমিলন উল কাশ্মীরি আড়ি এম্ব্র্রয়ডারি উইমেন্স স্টোল-

যে কোনও আউটফিটের সঙ্গে এই শালটি নিতে পারেন। ৬-৭ টি রঙের মধ্যে পেয়ে যাবেন এই শালটি।
৯। ফ্লায়ার উইমেন্স স্টোল-

এই স্টোলটি অফিসে পড়ে যেতে পারেন। এছাড়া কাউকে গিফট করতে পারেন। পুরো স্টোলটি ভিসকোস কাপড় দিয়ে বানানো হয়েছে।
১০। ব্রাটক্রক উইমেন্স/ গার্লস প্রিন্টেড সতিন স্টোলস-

এই স্টোলটির কাপড় এত নরম গায়ে দিলে একেবারে মোমের মতও চামড়ার সঙ্গে মিশে থাকবে। প্রতিদিন ব্যবহার করতে পারেন এই নরম স্টোলটি। কাচার সময়ে ড্রাই ক্লিন করিয়ে নিতে হবে।
কেনাকেটা যদি হয়ে থাকে নেশা তাহলে চোখ রাখুন খবর অনলাইনে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।