esi hospital
ইএসআই হাসপাতাল, শিয়ালদা।

কলকাতা: বৃহস্পতিবার রাতে শিয়ালদা ইএসআই হাসপাতালের ফার্মাসিতে আগুন লাগে। ফার্মাসিতে আগুন লাগার ফলে বেশ কিছু ওষুধ পুড়ে নষ্ট যায়। তবে আগুনে কেউ হতাহত হননি। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফার্মাসিতে কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here