ওয়েবডেস্ক: ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর আবার তিনি ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াবেন। কারণ তিনি মনে করেন, প্রতিবেশী দেশ ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে পাকিস্তান একটা ইস্যু বলেই নয়াদিল্লি তাঁর আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। মঙ্গলবার রিয়াধে এক আলোচনাসভায় এই কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থায়িত্বের জন্য পাকিস্তান সমস্ত প্রতিবেশী দেশ, বিশেষ করে ভারত ও আফগানিস্তানের সঙ্গে শান্তি চায়।