চেন্নাই: এআইএডিএমকের ১৮ জন বিদ্রোহী বিধায়ককে বরখাস্ত করল মাদ্রাজ হাইকোর্ট। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তামিলনাড়ু সরকার। উল্লেখ্য, এআইএডিএমকে থেকে বরখাস্ত হওয়া ভি শশীকলা এবং তাঁর ভাইপো দিনাকরনের প্রতি অনুগত ছিলেন এই ১৮ বিধায়ক। তাদের বরখাস্ত করার ফলে এই ১৮টি আসনে উপনির্বাচন করতে হবে। উপনির্বাচনের জন্য তিনি তৈরি বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী।