এনআরআই-রাও আরটিআই আবেদন করতে পারবেন

0

ওয়েবডেস্ক: অনাবাসী ভারতীয়রাও প্রশাসন সংক্রান্ত তথ্য জানতে আরটিআই আবেদন করতে পারবেন। লোকসভায় এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছিলেন, আরটিআই আইন অনুসারে এনআরআই-রা আবেদন করতে পারেন না। এর প্রেক্ষিতে সমাজকর্মী লোকেশ বাত্রা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আইন অনুসারে প্রতিটি ভারতীয়র তথ্য জানার অধিকার আছে। এর পরই সরকার তার মত পরিবর্তন করে। এই বদল লোকসভার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

বিজ্ঞাপন