synagogue-shooting
ছবি : দ্য মিরর

ওয়েবডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় সিনাগগে বন্দুকবাজের হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম দেওয়া খবর অনুযায়ী গুলিতে অন্তত আট থেকে দশজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন তিনজন পুলিশকর্মী। তবে সরকারি ভাবে নিহতের সংখ্যা জানানো হয়নি। শনিবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটার্সবার্গের স্কয়ার হিলের ‘ট্রি অব লাইফ’ সিনাগগে হামলার এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি ভারী অস্ত্র নিয়ে এই হামলা চালায়।  ঘটনার পরপরই সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের সঙ্গে ওই বন্দুকবাজের গুলির লড়াইও হয়। ওই হামলাকারীকে আটক করা সম্ভব হয়েছে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here