sushmita-sen
ছবি সুস্মিতার ইনস্টা পোস্ট থেকে নেওয়া

ওয়েবডেস্ক : ঋত্বিক ভাসিনের সঙ্গে সম্পর্কটা ভেঙে যাওয়ার পর বলিউডে গুজনটা ছিল আবার নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন সুস্মিতা সেন। অবশেষে তিনি নিজেই বিষয়টি প্রকাশ্যে আনলেন। মডেল রহমান শালের সঙ্গে তার সম্পর্কের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন। ছুটি কাটাতে আগ্রায় গিয়েছিলেন সুস্মিতা। তাজমহলের সামনে রহমানের সঙ্গে দু’টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। একটির নীচে লেখা ‘লভ অফ লাইফ’ আর অন্যটির নীচে ক্যাপশন ‘রোমান্স রিটার্ন…’।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here