২ বছরে জিএসটি কাউন্সিলের সাফল্য অবাক করার মতো!

0

ওয়েবডেস্ক: গত ২ বছরে জিএসটি কাউন্সিল অর্থমন্ত্রী অরুণ জেটলির উপস্থিতিতে ৩০টি বৈঠকে বসেছে। ওই বৈঠকগুলি থেকে সর্বমোট ৯১৮‌টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ব্যাপারে কেন্দ্র ২৯৪টি বিজ্ঞপ্তি জারি করেছে। আইন, বিধি এবং করের হার সংক্রান্ত ওই সিদ্ধান্তগুলির ৯৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে। উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা জিএসটি কাউন্সিল গঠনের অনুমোদন দেয়।

বিজ্ঞাপন