কলকাতা: মারা গেলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ রোগভোগের পর শুক্রবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যু নিয়ে বড়োসড়ো একটি বিভ্রান্তিও তৈরি হয়। প্রথমে হাসপাতাল থেকে পঙ্কজবাবুকে মৃত বলে ঘোষণা করার পরে তাঁর দেহ বাড়িতে নিয়ে আসা হলে দেখা যায়, হৃদযন্ত্র চলছে। সঙ্গে সঙ্গে তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পঙ্কজবাবুকে বাঁচানো যায়নি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।