শ্রীকুমার রবিরাজন, চেন্নাই, তামিলনাড়ু
সৌরভ গাঙ্গুলি— নামেই সব।
সৌরভ গাঙ্গুলি— ইচ্ছে থাকলেই উপায় হয়।
দাদা— এমন এক নাবিক যিনি ম্যাচ ফিক্সিং স্ক্যান্ডালের পর ডুবতে বসা তাঁর দলের জাহাজকে সফল ভাবে বৈতরণী পার করিয়েছেন।
দাদা— ভারতীয় দলে যাঁর অবদান আকাশে থাকা তারাগুলোর মতো। তুমি সেগুলো গুনতে পারবে না, শুধু দেখে আমোদিত বোধ করবে।
সৌরভ গাঙ্গুলি— যিনি চিরযুবক। বয়স বাড়লেও যিনি সোনার মতো চকচক করেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।