রয়্যাল বেঙ্গল টাইগার

0

Mohor-Sarkarমোহর সরকার, কৃষ্ণনগর

সৌরভ গাঙ্গুলি, যিনি ক্রিকেট কেরিয়ারের শুরুর থেকেই হয়ে উঠেছিলেন বিতর্কের প্রিয় সন্তান। তিনি নাকি মাঠে জল নিয়ে যেতে রাজি হননি, এই অভিযোগের ভিত্তিতে দল থেকে তাড়িয়ে দেওয়া। এর পর চার বছরের কঠিন অধ্যবসায়, দারুণ প্র্যাকটিস, অবশেষে ভারতীয় দল তাঁর জন্য  দরজা খুলে দিল। লর্ডসের সেই ইনিংসটাই ছিল সৌরভের ‘রয়্যাল বেঙ্গল টাইগার’, ‘মহারাজা’, ‘দাদা’ আর ‘প্রিন্স অফ ক্যালকাটা’ হয়ে ওঠার প্রথম ধাপ। বিশ্বের তিন নম্বর ক্রিকেটার হিসেবে দাদা নিজের কেরিয়ারের প্রথম দুই ইনিন্সেই দু’টো শতরান করার নজির তৈরি করেন। লর্ডসে করা সেই ১৩১ রান এখনও পর্যন্ত ওই মাঠে কোনও প্লেয়ারের অভিষেক টেস্টে করা সর্বোচ্চ। তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এখন উঠতি আধিনায়কদের আদর্শ হয়ে উঠছে। গত ৭-৮ মাসে সিএবি সভাপতি হিসেবে অসামান্য কাজ করে চলেছেন দাদা। তাঁকে যা-ই রোল দেওয়া হোক না কেন, সবেতেই তিনি বেঞ্চমার্ক সৃষ্টি করেছেন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন