খবর অনলাইন: দুর্দান্ত প্রত্যাবর্তন করল মার্কিন যুক্তরাষ্ট্র। আগের ম্যাচে কোলুম্বিয়ার কাছে হারের প্রতিশোধ নিল লাতিন আমেরিকার আরও এক স্প্যানিশভাষী দেশকে উড়িয়ে দিয়ে। ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া কোস্তা রিকা ভেঙে পড়ল মার্কিন আক্রমণের সামনে।
শিকাগোয় গ্রুপ ‘এ’র এই গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুতেই অবশ্য গোলের সহজ সুযোগ নষ্ট করে কোস্তা রিকা। এর পরই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় জার্মান কিংবদন্তি ইউরগেন ক্লিন্সমানের ছেলেরা। নবম মিনিটে পেনাল্টি থেকে কোস্তা রিকার জালে বল জড়ান ডেম্পসে। ম্যাচের ৩৭তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন জোনস। বিরতির তিন মিনিট আগে যুক্তরাষ্ট্রের হয়ে তৃতীয় গোলটি করেন উড। দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ দেখায় কোস্তা রিকার ডিফেন্স। সেই ডিফেন্স ভেদ করে ৮৬ মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে চতুর্থ গোলটি করেন জুসি। এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা বজায় থাকলে যুক্তরাষ্ট্রের, অন্য দিকে সমস্যা বেড়ে গেল কোস্তা রিকার।
গ্রুপ ‘এ’-এর ওপর ম্যাচে পাসাদেনায় পারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল কোলুম্বিয়া। দ্বাদশ মিনিটেই কোলুম্বিয়ার হয়ে প্রথম গোলটি করেন কার্লোস বাক্কা। ৩০ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন খামেস রোদরিগেজ। পারাগুয়ে পরের পর আক্রমণে শানালেও কোলুম্বিয়ার গোলকিপার দাবিদ ওসপিনা দক্ষ হাতে সেগুলি সামলেছেন। ৭১ মিনিটে পারাগুয়ের হয়ে একমাত্র গোলটি আসে বিক্তোর আয়ালার পা থেকে।
ছবি: সৌজন্যে ইউএসএ টুডে স্পোর্টস
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।