খবর অনলাইন: শেষ পর্যন্ত দু’ বছরের জন্য সাসপেন্ড হলেন মারিয়া শারাপোভা। গত জানুয়ারিতে ডোপ পরীক্ষায় সফল না হওয়ার দরুন মার্চেই আন্তর্জাতিক টেনিস ফেডারেশন শারাপোভাকে সাময়িক নির্বাসিত করেছিল। বুধবার লস অ্যাঞ্জেলেসে সাংবাদিক সম্মেলন করে তাঁকে পাকাপাকি ভাবে দু’ বছরের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করল ফেডারেশন। তবে শারাপোভা চাইলে এই শাস্তির বিরুদ্ধে আবেদন জানাতে পারেন বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
অস্ট্রেলীয় ওপেনের সময় এই ডোপ পরীক্ষা হয়েছিল। পাঁচ বার গ্র্যান্ড স্লাম জয়ী শারাপোভার শরীরে মেলডোনিয়াম পাওয়া গিয়েছিল। শারাপোভা অবশ্য বলেছিলেন, ২০০৬-এ হার্ট-এর কিছু সমস্যার জন্য এই ওষুধ তাঁকে দেওয়া হয়েছিল। এই ড্রাগ যে ক্রীড়াবিদদের জন্য নিষিদ্ধ তা তাঁর জানা ছিল না।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।