খবর অনলাইন: একেই সুয়ারেজবিহীন দুর্বল উরুগুয়ে-আক্রমণ, তার উপর শুরুতেই জাতীয় সঙ্গীত বিভ্রাট। এর সঙ্গে যোগ হওয়া প্রায় ৬০ হাজার মেক্সিকো সমর্থক। সব মিলিয়ে মনোবল হারিয়ে ফেলা উরুগুয়েকে গ্রুপ ‘সি’-এর ম্যাচে হারিয়ে দিল মেক্সিকো।
গ্লেন্দালেতে এ দিন ম্যাচের শুরুতেই চাঞ্চল্য সৃষ্টি হয় যখন উরুগুয়ের জাতীয় সঙ্গীতের বদলে চিলের জাতীয় সঙ্গীত চালানো হয়। প্রথমে ‘হিউম্যান এরর’ বলে সংগঠকরা দায়ে এড়ালেও পরে একটি প্রেস বিবৃতিতে সমগ্র দেশের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তাঁরা। ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যেই আত্মঘাতী গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন উরুগুয়ের ডিফেন্ডার আলবারো পেরেইরা।
ম্যাচের ৭৪ মিনিটে সমতা ফেরান উরুগুয়ের দিয়েগো গোদিন। কিন্তু সমতা ফিরিয়েই ম্যাচ থেকে ক্রমশ হারিয়ে যায় উরুগুয়ে। ৮৪ মিনিটে ৩৭ বছর বয়সি রাফায়েল মারকেজ মেক্সিকোকে ২-১-এ এগিয়ে দেন। স্টপেজ টাইমে দলের হয়ে জয়সূচক গোলটি করেন এক্তোর এরেরা।
গ্রুপ ‘সি’-এর অপর ম্যাচে, শিকাগোতে জামাইকাকে ১-০ গোলে হারিয়ে দেয় ভেনেজুয়েলা। গোল করেন খোসেফ মার্তিনেজ।
ছবি: সৌজন্যে এপি
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।