হাইতিকে গোলের মালা পরাল ব্রাজিল, অমীমাংসিত একুয়াদোর-পেরু ম্যাচ

0

খবর অনলাইন: ফিরে এল ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের স্কোরলাইন। তবে এ বার প্রতিপক্ষের হাতে ব্রাজিল পরাস্ত নয়, উলটে প্রতিপক্ষকে নিয়ে ছিনিমিনি খেলল ব্রাজিলই। ব্রাজিলের আক্রমণের সামনে খড়কুটোর মতো উড়ে গেল প্রথম বার তাদের মুখোমুখি হওয়া হাইতি।

ওরল্যাণ্ডোয় গ্রুপ ‘বি’-এর ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। ১৪ মিনিটে প্রথম গোলের মুখ দেখে তারা, যখন ফিলিপে কৌতিনহোর শটে এগিয়ে যায় যায় ব্রাজিল। ২৯ মিনিটে ব্রাজিলকে দুই গোলে এগিয়ে দেন কৌতিনহোই। ৩৫ মিনিটে ব্রাজিলের হয়ে তিন নম্বর গোলটি করেন রেনাতো অগস্তো। ৫৯ মিনিটে ব্রাজিলকে আরও এগিয়ে দেন গেব্রিয়েল। ৬৭তম মিনিটে পাঁচ নম্বর গোলটি আসে ব্রাজিলের লিমার পা থেকে। এর তিন মিনিট পরেই হাইতির হয়ে গোল করে তাক লাগিয়ে দেন জেমস মার্সেলিন।

হাইতির থেকে গোল খাওয়ার পরই আরও তেড়েফুঁড়ে ওঠে ব্রাজিল আক্রমণ। ৮৬ মিনিটে দ্বিতীয় বারের জন্য হাইতির জালে বল জড়ান অগস্তো। ম্যাচের প্রায় অন্তিম লগ্নে ব্রাজিলের হয়ে সপ্তম আর নিজের তৃতীয় তথা হ্যাটট্রিকের গোলটি করেন কৌতিনহো। এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল ব্রাজিল।

এ দিন, গ্রুপ ‘বি’র অপর ম্যাচে পেরুর বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচ অমীমাংসিত রাখল একুয়াদোর। গ্লেন্দালে ম্যাচ শুরু পাঁচ মিনিটের মধ্যেই পেরুকে এগিয়ে দেন ক্রিস্তিয়ান কুয়েবা। ১২ মিনিটে পেরুকে দুই গোলে এগিয়ে দেন এদিসোন ফ্লোরেস। ৩৯ মিনিটে প্রথম গোলের মুখ দেখে একুয়াদোর। গোল করেন এন্নের বালেন্সিয়া। দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মধ্যেই একুয়াদোরের দ্বিতীয় তথা ম্যাচের শেষ গোলটি করেন মিয়ের বোলানিয়স।

ছবি: সৌজন্য থিসিয়ানফিল্ড

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন