টোকিও প্যারালিম্পিক ২০২০: হাইজাম্পে রুপো জিতে ভারতকে একাদশতম পদক দিলেন প্রবীণ কুমার

0

খবরঅনলাইন ডেস্ক: টোকিও প্যারালিম্পিকে একাদশতম পদক জিতল ভারত। হাইজাম্পে রুপো জিতলেন প্রবীণ কুমার। ছেলেদের টি৬৪ বিভাগে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। পাশাপাশি, ২.০৭ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ডও গড়লেন তিনি।

গ্রেট ব্রিটেনের জোনাথন ব্রুম এডওয়ার্ডের সঙ্গে প্রথম স্থানে টাই হয়ে গিয়েছিল প্রবীণের। ১৮ বছরের ভারতীয় হাইজাম্পার টাইব্রেকারে গিয়ে হেরে যান। জোনাথন ২.১০ মিটার লাফিয়ে সোনা জিতে নেন। ব্রোঞ্জ পেয়েছেন পোল্যান্ডের মেসিয়েজ লেপিয়াটো।

এই মুহূর্তে বিশ্বের ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছেন প্রবীণ। তবে হাইজাম্প নয়, প্রবীণ খেলাধুলার জগতে আসেন ভলিবল দিয়ে। জাতীয় প্যারা অ্যাথলিট কোচ সত্যপাল সিংহের হাত ধরে হাইজাম্পে পদার্পণ হয় তাঁর। সত্যপালের প্রশিক্ষণেই নিজেকে তৈরি করেন এই পদকজয়ী।

এই বছর গ্র্যাঁ প্রিঁ এশিয়ান রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন প্রবীণ। বিশ্ব যুব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন তিনি।

আরও পড়তে পারেন

ব্যাটিংয়ে ফের ব্যর্থ হলেও বোলারদের দাপটে ওভালে লড়ছে ভারত

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.