এক বছরে দেশের মাঠে ভারতের ১৩টি ক্রিকেট টেস্ট

0

খবর অনলাইন: ১৯৭৯-৮০ সালের পর দেশের মাঠে এক বছরে এতগুলো ক্রিকেট টেস্ট ম্যাচের আয়োজন আর কখনও হয়নি। ২০১৬-১৭ সালের জন্য ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) যে ক্রীড়াসূচি ঘোষণা করেছে তাতে দেশের মাঠে ১৩টি টেস্ট ম্যাচ আয়োজন করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে এমন ছ’টি শহরে টেস্ট ম্যাচ আয়োজন করা হচ্ছে, যেখানে আগে কখনও হয়নি। এই শহরগুলি হল রাজকোট, বিশাখাপতনম, পুনে, ধরমশালা, রাঁচি এবং ইন্দোর। বিসিসিআই-এর ট্যুর প্রোগ্রাম অ্যান্ড ফিক্সচার্স কমিটি বৃহস্পতিবার মুম্বইয়ে এই ঘোষণা করেছে।

২০১৬-১৭ সালে ভারত ঘরের মাঠে সব মিলিয়ে ১৩টি টেস্ট, ৮টি এক দিনের ম্যাচ এবং ৩টি টি-২০ খেলবে। প্রথম সফরে আসবে নিউজিল্যান্ড। ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভারতে থেকে তারা ৩টি টেস্ট এবং ৫টি এক দিনের ম্যাচ খেলবে। টেস্ট ম্যাচগুলি হবে ইন্দোর, কানপুর ও কলকাতায় এবং এক দিনের ম্যাচ হবে ধরমশালা, দিল্লি, মোহালি, রাঁচি ও বিশাখাপতনমে। বছরের শেষে আসবে ইংল্যান্ড। তারা নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে ৫টি টেস্ট, ৩টি এক দিনের ম্যাচ এবং ৩টি টি-২০ খেলবে। টেস্ট ম্যাচগুলি হবে মোহালি, রাজকোট, মুম্বই, বিশাখাপতনম ও চেন্নাইয়ে, এক দিনের ম্যাচ হবে পুনে, কটক ও কলকাতায় এবং টি-২০ হবে বেঙ্গালুরু, নাগপুর ও কানপুরে। অস্ট্রেলিয়া ভারত সফরে আসবে ২০১৭-এর ফেব্রুয়ারি-মার্চে। তারা ৪টি টেস্ট খেলবে। খেলাগুলি হবে বেঙ্গালুরে, ধরমশালা, রাঁচি এবং পুনেতে।

বিসিসিআই জানিয়েছে, ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচটি হবে হায়দরাবাদে। তবে কবে হবে তা জানানো হয়নি।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন