খবর অনলাইন ডেস্ক: ১৬ বছরের ঋষিকা ব্যানার্জি ইতিহাস গড়লেন। ২০২৫-এ জাতীয় ফুল কনট্যাক্ট ক্যারাটে চ্যাম্পিয়ন হলেন তিনি। এই প্রতিযোগিতায় ঋষিকাই হলেন তরুণতম চ্যাম্পিয়ন। প্রতিযোগিতার ২৮ বছরের ইতিহাসে এর আগে এত কম বয়সে কেউ চ্যাম্পিয়ন হতে পারেননি।
দুর্দান্ত দক্ষতা, দৃঢ়প্রতিজ্ঞা এবং সহ্যশক্তি দেখিয়ে অসম্ভবকে সম্ভব করলেন বাংলার ঋষিকা। ২০২৫-এর জাতীয় ফুল কনট্যাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয় পশ্চিমবঙ্গের রানিগঞ্জে। বৃহস্পতিবার ছিল এই প্রতিযোগিতার শেষ দিন। ঋষিকা নেমেছিলেন প্রাপ্তবয়স্কদের ‘ওপেন ওয়েট’ ক্যাটেগরিতে। কলকাতার ঋষিকার চ্যাম্পিয়ন হওয়া এই প্রতিযোগিতার ইতিহাসে একটা মাইলফলক হয়ে থাকল।
এই প্রতিযোগিতায় ঋষিকাকে চার জন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হয়েছিল। তাঁদের বিরুদ্ধে ম্যাচগুলি ছিল অত্যন্ত কঠিন। সেই সব কঠিন বাধা ঋষিকা উতরে গেলেন অসম্ভব মানসিক দৃঢ়তা আর দুর্দান্ত টেকনিকে। মাথা ঠান্ডা করে লড়াই চালিয়ে জয়ের হাসি হাসলেন ঋষিকা।
জয়ের পরে ঋষিকা বলেন, “এই জয় আমার একার জয় নয়, এই জয় প্রত্যেক তরুণ রণক্রীড়া শিল্পীর (মার্শাল আর্টিস্ট) জয় যাঁরা স্বপ্ন দেখেন। ‘ওপেন ওয়েট’ ক্যাটেগরিতে অভিজ্ঞ প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে লড়াই করার ব্যাপারটা রীতিমতো নিরুৎসাহ করে দেয়। কিন্তু এই লড়াই-ই আমার মধ্যে বিশ্বাস জাগিয়েছে, অধ্যবসায় এনে দিয়েছে।”
ঋষিকার বাবা তথা কোচ ময়ূখ ব্যানার্জি বলেন, “এই ক্যারাটের প্রতি ঋষিকার দায়বদ্ধতার কোনো তুলনা হয় না। ও যে কতটা কঠিন পরিশ্রম করতে পারে এবং এই খেলাটার প্রতি ওর যে কতটা আবেগ রয়েছে তার প্রমাণই হল মাত্র ১৬ বছর বয়সে এই সম্মানের অধিকারী হওয়া।
ছবি: সংগৃহীত