অলিম্পিক শুরুর দ্বিতীয় দিনেই শুটিং থেকে বিদায় নিলেন ভারতের দুই মহিলা প্রতিযোগী অয়নিকা পাল ও অপূর্বী চান্ডেলা। এই দুই ভারতীয়ই শনিবার ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে প্রথম রাউন্ডেই ব্যর্থ হন। এ দিন রোয়িং-এর সিঙ্গল স্কালস ইভেন্টে বেশ ভালো পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে গেলেন দাত্তু ভোকানাল। ৭.২১.৬১ মিনিটে প্রথম হিটে তৃতীয় স্থানে শেষ করেন তিনি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।