হাল সিটির কাছে ২-১ গোলে হেরে প্রিমিয়ার লিগ যাত্রা শুরু করল লিসেস্টার সিটি। ইপিএল-এ এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল পরের বারের লিগ শুরু করল হার দিয়ে। সান্দারল্যান্ড-কে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি।
অন্য দিকে টটেনহ্যাম হটস্পার ১-১ গোলে ড্র করল এভার্টনের সঙ্গে, সাদাম্পটনও ১-১ ড্র করেছে ওয়ার্টফোর্ডের সঙ্গে। সোয়ানসি সিটি ১-০ গোলে হারিয়েছে বার্নলে-কে, স্ট্রোক সিটি ১-১ ড্র করেছে মিডলবোরো-র সঙ্গে। ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে ওয়েস্ট ব্রোমউইচ।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।