কাঠমান্ডু: আরও একবার নিজের রেকর্ড ভেঙে দিলেন নেপালের বিখ্যাত পর্বতারোহী তথা পর্বতারোহণের গাইড কামি রিটা শেরপা। ২৬তম বার এভারেস্টের চূড়ায় আরোহণ করলেন তিনি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬:৫৫ মিনিটে এই রেকর্ড করেন তিনি।
এভারেস্ট অভিযানে আসা একটি অভিযাত্রী দলের হয়ে শনিবার এভারেস্টের গায় দড়ি লাগাচ্ছিলেন ৫২ বছর বয়সি কামি রিটা। সেটা করতে গিয়েই শনিবার সন্ধ্যায় এভারেস্ট শীর্ষে আরোহণ করেন তিনি। এই দড়ি লাগাতে গিয়ে কামি রিটার সঙ্গে এভারেস্টে আরোহণ করেন আরও দশ জন শেরপা তথা পর্বতারোহণের গাইড।
প্রায় তিন দশক ধরে অভিযাত্রীদের গাইড হিসেবে কাজ করছেন কামি রিটা। ১৯৯৪ সালে প্রথম বার এভারেস্ট চূড়ায় আরোহণ করেন তিনি। এর পর থেকেই প্রায় প্রতি বছরই এভারেস্টে আরোহণ করেছেন তিনি। ২৬ বার এভারেস্ট ছাড়াও তিনি চো ইয়ো ৮ বার, মানাসলু তিন বার এবং কে২ আর লোৎসে একবার করে আরোহণ করেছেন।
গত বছর, ২৫তম বার এভারেস্ট আরোহণ করে নিজের রেকর্ড ভেঙেছিলেন কামি রিটা। এ বার সেই তালিকায় যুক্ত হল আরও একটা আরোহণ।
আরও পড়তে পারেন:
‘অশনি’সংকেত: বাঁক নিলেও বিপন্মুক্ত থাকবে পশ্চিমবঙ্গ উপকূল
রেজিস্ট্রি করেই দায় সারলে হবে না, কর মূল্যায়নে দায়িত্ব নিতে হবে প্রোমোটারকে
কাশীপুরের পর খেজুরি, ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রাজনৈতিক চাপানউতোর
ছত্তীসগঢ় সরকারের প্রস্তাবে সাড়া দিয়ে আলোচনায় প্রস্তুত মাওবাদীরা, রইল একাধিক শর্ত
হাজারের উপর চড়ল রান্নার গ্যাস, জন-যন্ত্রণা নিয়ে মমতার নিশানায় কেন্দ্র