harbhajanfinal

ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা স্পিনার হরভজন সিং। এই মুহূর্তে ভারতীয় দলের নিয়মিত সদস্য না হলেও, এক সময়ে বিশ্বের যে কোনো ব্যাটসম্যানের রাতের ঘুম কেড়ে নিতেন তিনি। জাতীয় দলে তেমন সুযোগ না পেলেও, ঘরোয়া ক্রিকেট এবং টি-২০ ফরম্যাটে এখনও যে তিনি শেষ হয়ে জাননি তা সদ্য শেষ হওয়া আইপিএলেই প্রমাণিত। চেন্নাই দলের হয়ে নিয়মিত সুযোগ না পেলেও, যখনই সুযোগ পেয়েছেন নিজের নামের প্রতি সুবিচার রেখেছেন ভাজ্জি। তবে শুধু মাঠের মধ্যে নয়, মাঠের বাইরেও যে তিনি রীতিমতো চর্চিত মুখ তা অতীতে বহুবার প্রকাশ্যে এসেছে।

সেই ভাজ্জি এ বার কিন্তু পুরো অন্য ভুমিকায়। সম্প্রতি তাঁকে দেখা যায় এক কুস্তিগিরের সঙ্গে। না না, অবাক হবেন না। এটা সামান্য পাঞ্জা লড়াই। তাও আবার যে কারুর সঙ্গে নয়, ডব্লুডব্লূই-র বিখ্যাত কুস্তিগির তথা ভারতেরই ‘দ্য গ্রেট খালি’-র সঙ্গে। সম্প্রতি এক অনুষ্ঠানে দেখা হয় এই দু’জনের। সুযোগ পেয়ে তা হাতছাড়া করেননি ভাজ্জি। টুইটারে পোস্ট করলেন তাঁদের মজাদার লড়াই যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

টুইটে হরভজন জানান, ” গ্রেট খালির সঙ্গে পাঞ্জা। দালিপ সিং। অসাধারণ মানুষ”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here