আরও একবার গর্বিত হলো ভারত। কুস্তিগির আমন শেহরাওয়াতের হাত ধরে দেশের ঝুলিতে এল ব্রোঞ্জ পদক। ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে পুয়ের্তো রিকোর দারিয়ান ক্রুজকে ১৩-৫ ব্যবধানে হারিয়ে এই পদক জিতেছেন আমন। তাঁর এই জয় কুস্তিতে ভারতের প্রথম পদক, যা নিয়ে ভারতীয় ক্রীড়ামহলে শুরু হয়েছে উদযাপন।
সেমিফাইনালে জাপানের রেই হিগুচির কাছে ১০-০ ব্যবধানে পরাজিত হলেও, আমন হার মানেননি। তিনি এদিনের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। প্রথমে ১ পয়েন্ট পিছিয়ে পড়লেও দ্রুতই ২ পয়েন্টের লিড নেন। ক্রমাগত লেগ অ্যাটাক করে দারিয়ানকে চাপে রেখে শেষে ১৩-৫ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
এই জয় ভারতের ষষ্ঠ পদক এবং কুস্তিতে প্রথম পদক। অলিম্পিকে নিজের প্রথম পদক পেয়ে আমন জানিয়ে দিলেন, এই সাফল্য তিনি উৎসর্গ করছেন তাঁর প্রয়াত মা-বাবাকে এবং গোটা দেশকে। ২১ বছর বয়সি আমন ভারতের সর্বকনিষ্ঠ অ্যাথলিট হিসেবে অলিম্পিকে পদক জয় করে ইতিহাস রচনা করলেন।
যে বয়সে বেশিরভাগ মানুষ নিজেদের কেরিয়ারের দিশা খুঁজে বের করেন, সেই বয়সেই আমন তাঁর লড়াইয়ের মনোভাব দিয়ে প্রমাণ করে দিলেন তিনি ব্যতিক্রমী। এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো ভারতীয় কুস্তি দলের জন্য একটি নতুন প্রেরণা। ভিনেশ ফোগাট, নিশা দাহিয়াদের হতাশার মাঝেও আমন শেহরাওয়াত অলিম্পিকের মঞ্চে দেশের পতাকা উঁচু করে ধরলেন।