anish bhanwala

ওয়েবডেস্ক: উঠতি শুটার অনীশ ভানওয়ালার সৌজন্যে ফের সোনার পদক ভারতের ঘরে। সিডনিতে চলতি জুনিয়র শুটিং বিশ্বকাপে ২৫ মিটার পিস্তলে ভারতের ঘরে তৃতীয় ব্যক্তিগত সোনা আনলেন এই তরুণ তুর্কি।

এ দিন কোয়ালিফায়ারে শীর্ষ স্থান দখল করে, ফাইনালে নিজের দেশের দুই শুটার আনহাদ জাওয়ানদা ও রাজকুমার সিং সান্ধু এবং চিনের বাকি তিন শুটারকে পিছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেন অনীশ।

এই সাফল্যের ফলে এই মুহূর্তে পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। মোট পদক সংখ্যা ১৫। ৬ সোনা, ৩ রুপো এবং ৬ ব্রোঞ্জ। সামনে শুধু চিন।

অনীশ গত মাসের মেক্সিকো শুটিং বিশ্বকাপে সপ্তম স্থান পেয়েছিলেন। এ দিন এই সাফল্য পেয়ে জানালেন, “ভালো লাগছে। দেশের হয়ে পদক জেতা গর্বের। আগামী দিনগুলিতে কঠিন পরিশ্রম করে সাফল্য আনতে চাই।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here