অশ্বিনের আগুনে বোলিং, ভারত জিতল ইনিংসে

0

খবর অনলাইন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল বিরাট কোহলির ভারত। আন্টিগায় অনুষ্ঠিত প্রথম টেস্টে তারা জিতল ইনিংস ও ৯২ রানে।

প্রথম টেস্ট পুরো চার দিনও টিকল না। প্রথম ইনিংসে কোহলির ২০০ রান এবং অশ্বিনের সেঞ্চুরির (১১৩) সুবাদে রানের পাহাড়ে চড়ে ভারত। পাশাপাশি যোগ্য সঙ্গত করেছিল শিখর ধাওয়ান (৮৪), অমিত মিশ্র (৫৩) এবং ঋদ্ধিমান সাহা (৪০) রান। ৫৬৬-৮ করে ভারত ইনিংস ডিক্লেয়ার করে। ক্রেইগ ব্রাথওয়েট ও শেন ডাওরিচের অর্ধশত রান ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে বিপর্যয় থেকে বাঁচাতে পারেনি। ২৪৩ রান করে ফলো অন করে তারা। উমেশ যাদব ও মহম্মদ শামি ৪টি করে উইকেট পান। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অশ্বিনকে সামলাতে পারেনি। ৮৩ রানে ৭ উইকেট দখল করেন তিনি। স্যামুয়েলস (৫০), কার্লস ব্রাথওয়েট (৫১ নট আউট) এবং দেবেন্দ্র বিশু (৪৫) দলকে বাঁচাতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৩১ রানে।

ম্যান অব দ্য ম্যাচ হন রবিচন্দ্রন অশ্বিন।

ছবি: সৌজন্যে এএফপি           

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন