asian games live updates
রুপো জয়ের পরে শারদুল।ছবি: টুইটার

জাকার্তা: অষ্টাদশ এশিয়ান গেমসের পঞ্চম দিনে আরও কিছু বিভাগে পদক পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। দেখে নিন লাইভ আপডেট –


** পুরুষদের কবাডিতে অঘটন। এই প্রথম ফাইনালে উঠতে পারল না ভারত। ইরানের কাছে সেমিফাইনালে হেরে গেল ভারতীয় দল।

** টেনিসে পুরুষদের সিঙ্গলসে পদক নিশ্চিত প্রজ্ঞেশ গুরুস্বরনের।

** চিনা তাইপেইকে ২৭-১৪-তে হারিয়ে ফাইনালে উঠল মহিলা কবাডি দল। পদক নিশ্চিত।

** ছিটকে গেলেন তীরন্দাজ অতনু দাস।

** আরও একটা রুপো এল শুটিং-এ। পুরুষদের ডবল ট্র্যাপ ইভেন্টে রুপো জিতলেন ১৫ বছর বয়সী শার্দূল বিহান।

** ব্যাডমিন্টনে নিজের প্রথম ম্যাচ জিতলেন পিভি সিন্ধু এবং সাইনা নেহওয়াল।

** শুটিং-এ ডবল ট্র্যাপের ফাইনালে ১৫ বছর বয়সী শার্দূল বিহান।

** টেনিস ডবলসের ফাইনালে উঠলেন উঠল রোহন বোপান্না এবং দিভিজ শরনের জুটি। ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে অঙ্কিতা রায়নাকে।

** তিরন্দাজিতে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে্ন ভারতের অতনু দাস। প্রি কোয়ার্টার ফাইনালে  অতনু হারালেন ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বীকে ৭-৩ পয়েন্টে।

** তিরন্দাজিতে মেয়েদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ১/৮ ইলিমিনেশনস  প্রি কোয়ার্টারে হেরে গেলেন দীপিকা কুমারী। চাইনিজ তাইপেই-এর চিং-ইং লাইয়ের কাছে হারলেন ৩-৭ পয়েন্টে।

** তিরন্দাজিতে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছে্ন ভারতের অতনু দাস।

** তিরন্দাজিতে মেয়েদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের দীপিকা কুমারী।

** রোয়িং-এ পুরুষদের লাইটওয়েট ফোর বিভাগে ভারত চতুর্থ হল।

আরও পড়ুন এশিয়ান গেমস ২০১৮: ৮৬ বছরের ইতিহাসে হকিতে বৃহত্তম জয় ভারতের

** স্কোয়াশে ‘রাউন্ড অফ ৩২’-এর ভারতের হরিন্দর পাল সিং কোরিয়ার ইয়ংজো কো-কে ৩-০ ম্যাচে হারিয়েছেন।

** স্কোয়াশে ‘রাউন্ড অফ ৩২’-এর ভারতের সৌরভ ঘোষাল শ্রীলঙ্কার শামিল মহমেদকে ৩-০ ম্যাচে হারিয়েছেন।

** সাঁতারে পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে হিটে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছেন ভারতের শ্রীহরি নটরাজ।

** ক্যানোয় সিঙ্গল উইমেন বিভাগে ফাইনালে উঠেছেন ভারতের চম্পা মৌর্য।

আরও পড়ুন এশিয়ান গেমস চতুর্থ দিন: শুটিং-এ ফের সোনা, কুস্তি-টেনিসেও পদক নিশ্চিত

** সাঁতারে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে হিটে প্রথম হয়েছে ভারতের আরুন ডিসুজা।

** সাঁতারে পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাইয়ের হিট ২-এ প্রথম হয়ে ফাইনালে উঠেছে ভারতের বীরদয়াল খাড়ে।

** সাঁতারে পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাইয়ের হিট ১-এ প্রথম হয়েছে ভারতের অনশুল কোঠারি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন