vineshphogatfinal

ওয়েবডেস্ক: চলতি এশিয়াডে ভারতের অন্যতম সফল ক্রীড়াবিদ কুস্তিগির ভিনেশ ফোগাট। প্রথম ভারতীয় মহিলা হিসাবে এশিয়াডে সোনা জিতেছেন হরিয়ানার মেয়েটি। ফলে দেশে ফিরে যে তিনি অভিনন্দনের বন্যায় ভাসবেন তা সবারই জানা ছিল। তবে বিমানবন্দরে যে উপহার পেলেন তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি তিনি।

আরও পড়ুন : রেয়াল মাদ্রিদে যোগ দিতে আগ্রহী বার্সেলোনার প্রাক্তনী

শনিবার নিজের ব্যক্তিগত ইভেন্ট শেষ করে দিল্লি পৌঁছান তিনি। একইসঙ্গে দিনটি তাঁর ২৪তম জন্মদিনও ছিল। ফলে তাঁর সেই দিনটিকে আরও মনের মতো করে তুলতে বিমানবন্দরের বাইরে তাঁর জন্য অপেক্ষা করছিলেন বয়ফ্রেন্ড সোমবীর রাঠি। যিনি নিজেও একজন কুস্তিগির। ভিনেশ বাইরে আসতেই তাঁকে বাগদানের আংটি উপহার দেন সোমবীর। সেই সময় উপস্থিত ছিলেন ভিনেশের কাকু মহাবীর ফোগাট এবং সোমবীরের মা। তাঁদের সামনেই একে অপরকে আংটি পড়িয়ে দেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভিনেশ জানান, “সবাইকে ধন্যবাদ জন্মদিনের শুভেচ্ছার জন্য। সবার আশীর্বাদ পেয়ে খুব ভাল লাগছে। এই জন্মদিনটা সারাজীবন মনে থাকবে।”

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন