amit panghal
অমিত পঙ্ঘল

জাকার্তা: বক্সিং-এ অমিত পঙ্ঘল যে সোনা আনতে পারেন তার একটা আশা জেগেছিল শুক্রবার থেকেই। শুক্রবার ৪৯ কেজি বিভাগে অমিত ফাইনালে ওঠেন। শনিবার ফাইনালে জিতে সেই সোনা কবজা করলেন অমিত। ফাইনালে অমিত   অমিতের সোনা পাওয়ার ব্যাপারে মোটামুটি নিশ্চিত ছিল ভারতবাসী।

কিন্তু অষ্টাদশ এশিয়ান গেমসের চতুর্দশ দিনে বড়ো চমক হল ব্রিজে সোনা পাওয়া। প্রণব বর্ধন ও শিবনাথ সরকারের জুটি যে এত দূর এগিয়ে এসেছিলেন, সে দিকে বোধহয় নজর ছিল না কারওরই। পুরুষদের পেয়ার ব্রিজ ইভেন্টে ভারতকে গর্বিত করলেন এই বাঙালি জুটি। এই সোনা নিয়ে ভারতের ঝুলিতে সোনার সংখ্যা দাঁড়াল ১৫।

মেয়েদের স্কোয়াশের ফাইনালে হংকং-এর কাছে ০-২ ফলে হেরে জোশ্না চিনাপ্পা, দীপিকা পল্লিকাল, সুনয়না কুরুবিল্লা আর তনবি খন্না রুপো নিয়ে দেশে ফিরছে।

এ দিকে আরও সোনার জন্য আজ লড়ছে ভারত। ডাইভিং-এ ১০ মিটার প্ল্যাটফর্মের ফাইনালে উঠেছেন সিদ্ধার্থ বজরং পরদেশি।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন