manjit singh
মনজিৎ সিং। ছবি সৌজন্যে ইন্ডিয়া ডট কম।

জাকার্তা: অষ্টাদশ এশিয়ান গেমসের দশম দিনে ভারতের ঝুলিতে আরও সোনা এল। পুরুষদের ৮০০ মিটার দৌড়ে সোনা পেলেন মনজিৎ সিং। ওই একই ইভেন্টে দ্বিতীয় স্থানটিও ভারতের দখলে। মনজিতের সাথি জিনসন জনসন পেলেন রুপো। ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে ভারত রুপো পেয়েছে।    তিরন্দাজির পুরুষ দল ও মহিলা দল কম্পাউন্ড টিম ইভেন্টে পেল রুপো। দু’টি ক্ষেত্রেই সোনা পেয়েছে দক্ষিণ কোরিয়া। অন্য দিকে সোনা জিততে পারলেন না পিভি সিন্ধুও। মেয়েদের কুরাশে ৫২ কেজি বিভাগে পিঙ্কি বলহরা রুপো পেলেন। ভারতের পুরুষ হকি দল শ্রীলঙ্কাকে হারাল ২০-০ গোলে। ভারতের পুরুষ টেবিল টেনিস দল ব্রোঞ্জ পদক পেল।

৪x৪০০ মিটার মিক্সড রিলেতে প্রথম হয়েছে বাহরিন। কিন্তু হিমা দাসকে বাধা দেওয়ার অভিযোগে ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিবাদপত্র করেছে। গেমসের জুরি অফ অ্যাপিলস সেটি গ্রহণ করেছেন। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় তাঁরা তাঁদের রায় জানাবেন।

এ দিন সবার নজরে ছিলেন সিন্ধু। এশিয়াডে মহিলাদের ব্যাডমিন্টনের ফাইনালে উঠে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন তিনি। অন্যদিকে আরও পদকের জন্য নজর থাকবে ভারতের অ্যাথলিটদের ওপরেও।

দশম দিনের শেষে ভারতের মোট পদক ৫০ – ৯টি সোনা, ১৯টি রুপো, ২২টি ব্রোঞ্জ।


** মেয়েদের কুরাশে ৫২ কেজি বিভাগে ১৯ বছরের পিঙ্কি বলহরা ফাইনালে হেরে রৌপ্য পদক পেলেন। তবে ফাইনালে উঠতে ব্যর্থ হলেন মলপ্রভা ইয়ালাপ্পা।

** মেয়েদের ২০০ মিটার দৌড়ে ফাইনালে উঠেছেন দুতি চাঁদ। কিন্তু সেমিফাইনালে হেরে গিয়েছেন হিমা দাস।

** স্কোয়াশে পুল বি-এর ম্যাচে ভারত ২-১ ফলে কাতারকে হারাল।

** মহিলাদের কুরাশে পদক নিশ্চিত করল। ৫২ কেজি বিভাগে মলপ্রভা ইয়ালাপ্পা যাদব সেমিফাইনালে উঠলেন।

** সিন্ধু সোনা আনতে পারলেন না। বিশ্বের এক নম্বরের কাছে সিন্ধু হারলেন ১৩-২১, ১৬-২১-এ। অলিম্পিকের পর এশিয়াডেও রুপো হল তাঁর।

** ভারতের পুরুষ টেবিল টেনিস সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে ব্রোঞ্জ পদক পেল।

** স্কোয়াশে পুল বি-র ম্যাচে ভারত ৩-০ ফলে তাইল্যান্ডকে হারাল।

** মহিলাদের ২০০ মিটার দৌড়ের সেমিফাইনালে উঠেছেন দুতি চাঁদ ও হিমা দাস।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন