swapna after winning gold
জেতার পরে স্বপ্না। ছবি সৌজন্যে ডিএনএ ইন্ডিয়া।

জাকার্তা: একই দিনে দু’টি সোনা। মেয়েদের হেপ্টাথলনে সোনা আনলেন বাংলার মেয়ে স্বপ্না বর্মণ এবং পুরুষদের ট্রিপল জাম্পে সোনা আনলেন অরপিন্দর সিং। একাদশতম দিনে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত মোট পদকের সংখ্যা ৫৪। এর মধ্যে সোনা ১১টি।


** হেপ্টাথেলনে সোনা জিতলেন বাংলার মেয়ে স্বপ্না বর্মন। সাতটি ইভেন্টে মোট ৬০২৫ পয়েন্ট সংগ্রহ করেন স্বপ্না। এই নিয়ে এ বারের এশিয়ান গেমসে ১১তম সোনা জিতল ভারত।

** দেশের জন্য দশম সোনা এল অরপিন্দর সিং-এর হাত ধরে। তিনি ট্রিপল জাম্পে সোনা আনলেন।

** ভারতীয় মহিলা হকি দল ১-০ গোলে চিনকে হারিয়ে ফাইনালে উঠল।

** পুরুষদের ১৫০০ মিটার ফাইনালে উঠলেন মনজিৎ সিং এবং জিনসন জনসন।

** মেয়েদের ২০০ মিটার দৌড়ে রুপো পেলেন দুতি চাঁদ।

** টেবিল টেনিসে মিক্সড ডাবলসে সেমিফাইনালে চিনের কাছে হেরে গিয়ে ব্রোঞ্জ পেলেন শরৎ কমল ও পূর্ণিমা বাত্রা।

** টেবিল টেনিসে মিক্সড ডাবলসে শরৎ কমল ও পূর্ণিমা বাত্রা কোয়ার্টার ফাইনালে উঠলেন। তাঁরা ৩-২ ফলে হারালেন  হংকং-এর জুটিকে।

** পুরুষদের বক্সিং-এ আরেকটি পদক নিশ্চিত হল। বিকাশ কৃষ্ণন উঠলেন সেমিফাইনালে।

** স্কোয়াশে পুল বি-র ম্যাচে ভারতের মেয়েরা ৩-০ ফলে হারিয়েছে চিনকে।

** পুরুষদের বক্সিং-এ পদক নিশ্চিত করলেন অমিত পঙ্ঘাল। কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার কিম জং রিয়ং-কে ৫-০ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠলেন অমিত।

** টেবিল টেনিসে মিক্সড ডাবলসে অমলরাজ অ্যান্টনি ও মধুরিকা পাটকর ‘রাউন্ড অফ ১৬’-য় উঠলেন। তাঁরা ৩-১ ফলে হারালেন ইন্দোনেশীয় জুটিকে।

** টেবিল টেনিসে মিক্সড ডাবলসে শরৎ কমল ও পূর্ণিমা বাত্রা ‘রাউন্ড অফ ১৬’-য় উঠলেন। তাঁরা ৩-০ ফলে হারালেন  মালয়েশীয় জুটিকে।

** জ্যাভেলিন থ্রোর পরে মহিলাদের হেপ্টাথেলনে শীর্ষে রয়েছেন স্বপ্না বর্মণ। স্বপ্নার এখনও পর্যন্ত সংগ্রহ ৫২১৮ পয়েন্ট। আর ৮০০ মিটার দৌড় বাকি আছে।

** হেপ্টাথেলনে পূর্ণিমা হেমব্রম চলে গিয়েছেন চতুর্থ স্থানে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন